TRENDING:

Knowledge Story: এত সুন্দর জায়গা!...পাকিস্তান কোনও ভারতীয়কে ঢুকতে পর্যন্ত দেয়না, ৭৭ বছর ধরে দখল করে রেখেছে

Last Updated:
কাশ্মীর উপত্যকার বৃহত্তর অংশে ভারত তার অধিকার কায়েম রাখলেও, এর একটা বড় অংশ স্বাধীনতার এত বছর পরেও জোর করে দখল করে রেখেছে পাকিস্তান৷ যা নিয়ে দু’দেশের মধ্যে দ্বন্দ্ব মেটা প্রায় অসম্ভব৷ কোনও রকমে দ্বিপাক্ষিক স্থিরতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা মেনে চলে দু’টি দেশ৷
advertisement
1/8
এত সুন্দর জায়গা!...পাকিস্তান কোনও ভারতীয়কে ঢুকতে পর্যন্ত দেয়না, ৭৭ বছর ধরে দখল করে রেখেছে
কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালি৷ সম্প্রতি রক্তাক্ত হয়েছে ২৬ জন নিরপরাধ পর্যটকের রক্তে৷ ভূ-স্বর্গ আজ রক্তাক্ত, ভয়ঙ্কর৷ গত মঙ্গলবারের ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ৷ বহু বছর পরে সন্ত্রাস ভুলে ফের ছন্দে ফিরছিল কাশ্মীর৷ ফের বাড়ছিল পর্যটকদের ভিড়৷ ঠিক তখনই এই ভয়ঙ্কর হামলা৷ তা-ও অমরনাথ যাত্রা শুরুর কিছুদিন আগেই৷
advertisement
2/8
কাশ্মীর উপত্যকার বৃহত্তর অংশে ভারত তার অধিকার কায়েম রাখলেও, এর একটা বড় অংশ স্বাধীনতার এত বছর পরেও জোর করে দখল করে রেখেছে পাকিস্তান৷ যা নিয়ে দু’দেশের মধ্যে দ্বন্দ্ব মেটা প্রায় অসম্ভব৷ কোনও রকমে দ্বিপাক্ষিক স্থিরতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা মেনে চলে দু’টি দেশ৷ কিন্তু, জানেন ঠিক কতটা সুন্দর গিলগিট বালটিস্তান? (ছবি-পাক অধিকৃত কাশ্মীর)
advertisement
3/8
কিন্তু, প্রায়শই পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিরা এদেশে প্রবেশ করে এদেশে সন্ত্রাসমূলক কাজকর্ম করে থাকে৷ যার মধ্যে একটা ঘটনা হল এই পহেলগাঁওয়ে পর্যটক নিধন৷ (পাক অধিকৃত কাশ্মীরের ছবি)
advertisement
4/8
কিন্তু, ওপার থেকে জঙ্গিরা এদেশে অনুপ্রবেশ করলেও সৌন্দর্যের নিরিখে পাক অধিকৃত কাশ্মীর এত সুন্দর যে তা ভাষায় বর্ণনা করা যায় না৷ সত্যিই, স্বর্গ যদি থেকে থাকে, তা হয়ত এমনই দেখতে৷ (পাক অধিকৃত কাশ্মীরের ছবি)
advertisement
5/8
এটি পাকিস্তানে শুমালি এলাকা নামেও পরিচিত। পাকিস্তান যে কোনও উপায়ে এখানকার স্বায়ত্তশাসন খতম করতে চায়। পুরো গিলগিট-বালটিস্তানের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায় পাকিস্তান৷ এই কারণেই কয়েক বছর আগে ওই দেশ গিলগিট-বালতিস্তান অর্ডার, ২০১৮ নামে একটি নতুন আইন তৈরি করেছিল। বর্তমানে, এই এলাকার বাসিন্দারা মাঝে মাঝেই পাকিস্তানের দখলদারীর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করে থাকেন। এই গিলগিট-বালটিস্তানে ভারতীয়দের ঢুকতে দেয় না পাকিস্তান সরকার৷ (পাক অধিকৃত কাশ্মীরের ছবি)
advertisement
6/8
এই পুরো এলাকাই অত্যন্ত সুন্দর। এখানে নদী, জলপ্রপাত এবং পাহাড় রয়েছে। কাচের মতো স্বচ্ছ হ্রদের জল এবং ছড়ানো উপত্যকায় সবুজ গাছ। মরসুমের সঙ্গে বদলায় তাদের রঙ৷ সরাসরি ভারতীয়দের ঢোকা নিষিদ্ধ না করলেও গিলগিট-বালটিস্তানের ভিসা দেওয়া হয় না ভারতীয়দের। (পাক অধিকৃত কাশ্মীরের ছবি)
advertisement
7/8
এর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া, উত্তরে আফগানিস্তানের ওয়াখান করিডোর, উত্তর-পূর্বে চীনের জিনজিয়াং প্রদেশ, দক্ষিণে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং দক্ষিণ-পূর্বে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য অবস্থিত। গিলগিট-বালতিস্তানের মোট আয়তন ৭২,৯৭১ বর্গকিলোমিটার। আনুমানিক জনসংখ্যা প্রায় দশ লক্ষ। এর প্রশাসনিক কেন্দ্র হল গিলগিট শহর, যার জনসংখ্যা প্রায় আড়াই লক্ষ। (পাক অধিকৃত কাশ্মীরের ছবি)
advertisement
8/8
গিলগিট খুবই সুন্দর একটি এলাকা। এটি কারাকোরামের ছোট-বড় পাহাড় দ্বারা বেষ্টিত। এখানে সিন্ধু নদী ভারতের লাদাখ থেকে উৎপন্ন হয়ে বালটিস্তান এবং গিলগিটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গিলগিট-বালতিস্তানে বাল্টোরো নামে একটি বিখ্যাত হিমবাহও রয়েছে। কারাকোরাম অঞ্চলেই হিন্দুকুশ এবং তিরিচ মীর নামে দুটি উঁচু পর্বত রয়েছে। গিলগিট উপত্যকায় সুন্দর জলপ্রপাত এবং ফুলের সুন্দর উপত্যকাও রয়েছে। (পাক অধিকৃত কাশ্মীরের ছবি)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Knowledge Story: এত সুন্দর জায়গা!...পাকিস্তান কোনও ভারতীয়কে ঢুকতে পর্যন্ত দেয়না, ৭৭ বছর ধরে দখল করে রেখেছে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল