Pakistan China Relations: এ কী করল চিন! পাকিস্তানকে এবার চিন কী দিতে চলেছে জানেন! ভয়ঙ্কর কোনও প্ল্যান ছকা হচ্ছে? জল্পনা ক্রমেই বাড়ছে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pakistan China Relations: ভারতের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে দেওয়া হয়েছিল।
advertisement
1/7

ফের প্রকাশ্যে এসে গেল চিনের সঙ্গে পাকিস্তানের আঁতাত। কিছুদিন আগেই ভারতের তরফে জানানো হয়েছিল, তারা কৃত্রিম উপগ্রহের সাহায্যে পাকিস্তানের উপর নজর রাখবে। এবার একই পথে হাঁটতে শুরু করল পাকিস্তানও। আর সেই কাজে তাদের বন্ধু সেই চিন।
advertisement
2/7
সূত্রের খবর, গত ১৬ মে চিন এবং পাকিস্তানের সামরিক আধিকারিকরা একটি বৈঠক করেছেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চিনের বেইদউ স্যাটেলাইট সিস্টেমের নিয়ন্ত্রণ এবার থেকে পাবে পাকিস্তান।
advertisement
3/7
ভারতের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে দেওয়া হয়েছিল। পাকিস্তানের কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় ভারতীয় সেনা। ইসলামাবাদের সেই জ্বালা সহজে যাওয়ার নয়। আর ঠিক সেই সময়ই পাকিস্তানের সাহায্যে এগিয়ে এল চিন। ভারত ঠিক কী করছে, তার হদিশ পেতেই চিনের স্যাটেলাইট ব্যবস্থা ধার নিচ্ছে পাকিস্তান।
advertisement
4/7
জানা গিয়েছে, চিন ও পাকিস্তানের সামরিক কর্তারা গত ১৬ মে একটি বৈঠক করেন। বৈঠকে পাকিস্তান সেনাবাহিনীকে স্যাটেলাইট কভারেজ দেওয়া এবং ভারতের গতিবিধিতে নজর রাখতে সাহায্য করার ব্যাপারে দুই তরফের আলোচনা হয়। পাশাপাশি রিয়েল টাইম কো-অর্ডিনেশন এবং নজরদারি ক্ষমতা বৃদ্ধির জন্য ৫জি ব্যবস্থা চালু করার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে খবর।
advertisement
5/7
সামরিক ক্ষেত্রে বরাবরই পাকিস্তানকে ব্যাপক করেছে চিন। ক্ষেপণাস্ত্র, ডিফেন্স সিস্টেম-এর পাশাপাশি একাধিক সামরিক সরঞ্জামও সরবরাহ করেছে চিন। পাকিস্তানের পরমাণু শক্তি পরীক্ষাতেও চিনের বড় ভূমিকা ছিল বলে প্রকাশ্যে এসে গিয়েছে। ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতির মাঝেই চিনের থেকে পঞ্চম প্রজন্মের জে-৩৫এ যুদ্ধ বিমান কেনারও পরিকল্পনা করেছে ইসলামাবাদ।
advertisement
6/7
যদিও পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাতেই আঘাত হেনেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানের বিভিন্ন জায়গায় তীব্র আক্রমণ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা অস্ত্রাগার, মূলত চিনা জেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দ্বারা গঠিত, তার জায়গা ধরে রাখতে অক্ষম হয়।
advertisement
7/7
ভারত-পাক সংঘর্ষের পরেই বিশ্ব বাজারে হুহু করে কমেছে চিনা অস্ত্রের চাহিদা। বেগতিক বুঝে পাকিস্তানকে দেওয়া জে-৩৫এ যুদ্ধ বিমানের দামে একটি বড় অংশের ছাড় দেওয়ার কথাও নাকি চিন্তাভাবনা করছে বেজিং। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জে-৩৫এ ভ্যারিয়েন্টটি তৈরি করে একটি চিনা সংস্থা। পাকিস্তানই প্রথম দেশ, যাকে এই যুদ্ধবিমান রফতানি করছে বেজিং। কিন্তু কার্যক্ষেত্রে তা মুখ থুবড়ে পড়েছে। এবার নিজেদের স্যাটেলাইট সিস্টেমের নিয়ন্ত্রণও পাকিস্তানকে দিতে চলেছে চিন।