TRENDING:

Pakistan Blast: নিজের দেশেই বিমান হামলা পাকিস্তানের! ফেলল ৮ বোমা, মৃত কমপক্ষে ৩০! এই হামলার পিছনে পাকিস্তানের উদ্দেশ্য কী জানেন? তোলপাড় বিশ্ব

Last Updated:
Pakistan Blast: রবিবার ভোরে খাইবার পাখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রামে বিমান হামলা চালায় পাকিস্তান এয়ার ফোর্স (PAF)। এমনটাই দাবি প্রত‍্যক্ষদর্শীদের।
advertisement
1/8
নিজের দেশেই বিমান হামলা পাকিস্তানের! মৃত কমপক্ষে ৩০, হামলার উদ্দ‍্যেশ‍্য কী?তোলপাড় বিশ্ব
পাকিস্তানের খাইবার পাখতুন এলাকার একটি গ্রামে বিমান হামলা। রবিবার ভোরে খাইবার পাখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রামে বিমান হামলা চালায় পাকিস্তান এয়ার ফোর্স (PAF)। এমনটাই দাবি প্রত‍্যক্ষদর্শীদের। হামলায় নিহত কমপক্ষে ৩০ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ‍্যে মহিলা এবং শিশুও রয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
2/8
সূত্রের খবর অনুযায়ী, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) জঙ্গিদের ঘাঁটিই নাকি ছিল লক্ষ‍্যবস্তু। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি এ হামলা গণহত‍্যা। বাড়িগুলি ধ্বংস হয়ে গিয়েছে। আরও প্রচুর মানুষ আটকে ধ্বংসস্তূপের নীচে।
advertisement
3/8
শীর্ষ গোয়েন্দা সূত্র অনুসারে, রবিবার রাত ২ টো নাগাদ হামলা চালানো হয়। চিনের JF-১৭ থান্ডার জেট ব্যবহার করে অভিযানটি চালানো হয়েছিল।
advertisement
4/8
চিনের JF-১৭ থান্ডার জেট ব্যবহার করে রাত ২ টার দিকে অভিযানটি চালানো হয়েছিল। কমপক্ষে আটটি LS-৬ প্রিসিশন গ্লাইড বোমা ফেলা হয়। সাধারণ নাগরিকদের বসতিতে হামলা চালানো হয়। জঙ্গি হামলার উদ্দ‍্যেশ‍্যেই নাকি হামলা, যদিও এখনও পর্যন্ত কোনও দাগী জঙ্গির মৃত‍্যুর বা হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
5/8
স্থানীয় সূত্র এবং বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন যে বোমাগুলি ঘনবসতিপূর্ণ এলাকাতেই বোমা ফেলা হয়েছে। বসতির পরিবারগুলি তখন ছিল ঘুমন্ত। গভীর রাতে বোমা। প্রত্যক্ষদর্শীরা মাত্রে দারার ঘটনাকে ‘মৃতদেহে ভরা ভোর’ বলে বর্ণনা করেছেন।
advertisement
6/8
মহিলা, শিশু-সহ কমপক্ষে ৩০ জনের মৃত‍্যুর পাশাপাশি ধ্বংস হয়েছে প্রচুর বাড়ি, দোকানপাট। মৃত গবাদি পশু। সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দারা জানাচ্ছেন এ হামলা ‘ইচ্ছাকৃত’ এবং পরিকল্পনা করেই করা হয়েছে। LS-৬ প্রিসিশন গ্লাইড বোমার মোতায়েন উদ্দ‍্যেশ‍্য প্রণোদিত হামলার বড় প্রমাণ।
advertisement
7/8
ঘটনায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ‍্যে। ‘জঙ্গি অপসারণের নামে সাধারণ নাগরিকদের উপর অমানবিক হামলা চালিয়েছে পাক সেনা’, জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। এলাকার জনজাতির প্রতি পাক সেনার অত‍্যাচার নিয়েও উঠেছে প্রশ্ন। প্রাক্তন ফেডারেলি অ্যাডমিনিস্টারড ট্রাইবাল এরিয়াস (FATA) তে ‘সেনাবাহিনীর (পাক সেনা) নৃশংসতার’ প্রকাশ বলেই মত গোয়েন্দাদে।
advertisement
8/8
ঘটনায় তীব্র হয়ে এলাকার জনগনের অসন্তোষ। আকাখেল উপজাতি তিরাহ হামলার পর একটি জিরগা (স্থানীয় উপজাতীয় পরিষদ) জানিয়েছে, এই হামলায় কেবল নারীদের মৃতদেহ কবর দেওয়া হবে। পুরুষ ও শিশুদের মৃতদেহ কর্পস কমান্ডারের বাড়ির বাইরে প্রতিবাদের চিহ্ন হিসেবে রাখা হবে। ফাইল ছবি
বাংলা খবর/ছবি/বিদেশ/
Pakistan Blast: নিজের দেশেই বিমান হামলা পাকিস্তানের! ফেলল ৮ বোমা, মৃত কমপক্ষে ৩০! এই হামলার পিছনে পাকিস্তানের উদ্দেশ্য কী জানেন? তোলপাড় বিশ্ব
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল