Pahelgam Terror Attack: করাচি, লাহৌর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ...শেষ! জাস্ট কয়েক মিনিটের টার্গেট! এমনি এমনি ভয়ে কাঁপছে না পাকিস্তান
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পাকিস্তানের তরফেও এসেছে পাল্টা বিবৃতি৷ সেদেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যে কোনও রকম নিরপেক্ষ তদন্তে তাঁরা সাহায্য করতে রাজি৷ তবে পাকিস্তানের উপরে আঁচ এলে তাঁরাও প্রত্যুত্তর দেবেন৷ অর্থাৎ, প্রচ্ছন্ন হলেও হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে ও তরফেও৷ কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সঙ্গে যুদ্ধ হলে কতটা বিপাকে পড়তে পারে পাকিস্তান? কারণ, ভারতের কাছে যে সমস্ত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, তাতে, রীতিমতো টার্গেট করা যেতে পারে পাকিস্তানের বড় বড় সব শহরকে৷
advertisement
1/10

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যা ঘটে গিয়েছে, তার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ৷ কাশ্মীরে বেড়াতে যাওয়া নিরপরাধ পর্যটকদের উপরে নির্বিচারে চলেছে গুলি৷ চলে গিয়েছে ২৬টা প্রাণ৷ কাশ্মীরজুড়ে জঙ্গিদের খোঁজে চলছে খানাতল্লাশি৷ উড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গি সন্দেহভাজনদের একের পর এক বাড়ি৷
advertisement
2/10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে, সন্ত্রাসবাদী এবং তাদের আশ্রয়দানকারীদের কখনও রেয়াত করা হবে না। পৃথিবীর শেষ প্রান্তে গিয়েও জঙ্গিদের খুঁজে বের করা হবে৷ দেওয়া হবে তাদের কল্পনারও অতীত শাস্তি৷
advertisement
3/10
পাকিস্তানের তরফেও এসেছে পাল্টা বিবৃতি৷ সেদেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যে কোনও রকম নিরপেক্ষ তদন্তে তাঁরা সাহায্য করতে রাজি৷ তবে পাকিস্তানের উপরে আঁচ এলে তাঁরাও প্রত্যুত্তর দেবেন৷ অর্থাৎ, প্রচ্ছন্ন হলেও হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে ও তরফেও৷ কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সঙ্গে যুদ্ধ হলে কতটা বিপাকে পড়তে পারে পাকিস্তান? কারণ, ভারতের কাছে যে সমস্ত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, তাতে, রীতিমতো টার্গেট করা যেতে পারে পাকিস্তানের বড় বড় সব শহরকে৷
advertisement
4/10
বর্তমান পরিস্থিতিতে বালাকোটের সার্জিকাল স্ট্রাইকের চেয়েও গুরুতর পরিণতির আশঙ্কা করছেন অনেকেই। পাকিস্তানের এই ভয় অযৌক্তিক নয়। ভারতের কাছে এমন নির্ভুল ক্ষেপণাস্ত্র আছে যা চোখের পলকে লাহৌর, করাচি, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির মতো শহরগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করে দিতে পারে।
advertisement
5/10
ভারত বেশ কয়েকটি সিরিজে অগ্নি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। প্রায় গোটা পাকিস্তানই এই ক্ষেপণাস্ত্রগুলির পাল্লার আওতায়। অগ্নি ক্ষেপণাস্ত্রটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) এর মর্যাদা পেয়েছে। একই সাথে, বিশ্ব ইতিমধ্যেই ভারত ও রাশিয়ার যৌথ ক্রুজ ক্ষেপণাস্ত্র উদ্যোগ ব্রহ্মোসের শক্তি সম্পর্কে জেনে গিয়েছে। ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রও অনেক দেশে রফতনি করা হয়েছে।
advertisement
6/10
ভারত থেকে পাকিস্তানের প্রধান শহরগুলির দূরত্ব:অমৃতসর থেকে লাহৌরের দূরত্ব ৫৫ কিলোমিটার।পাঠানকোট থেকে লাহৌরের দূরত্ব ১৪৮ কিলোমিটার।অমৃতসর থেকে ইসলামাবাদের দূরত্ব ২৮৭ কিলোমিটার।পাঠানকোট থেকে ইসলামাবাদের দূরত্ব ২৯১ কিমি।অমৃতসর থেকে রাওয়ালপিন্ডি ২৭৬ কিমিপাঠানকোট থেকে রাওয়ালপিন্ডি ২৮৫ কিমিভুজ থেকে করাচির দূরত্ব ৩২৫ কিমি।
advertisement
7/10
অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রভারত অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি সফল পরীক্ষা করেছে। পাল্লা, গতি এবং ধ্বংসাত্মক ক্ষমতার ভিত্তিতে, অগ্নি-৫ আইসিবিএম-এর মর্যাদা পেয়েছে। অগ্নি-৫ ৫৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম।
advertisement
8/10
অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র এশিয়ার পাশাপাশি ইউরোপ ও আফ্রিকা মহাদেশের কিছু অংশে অবস্থিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর গতি আশ্চর্যজনক এবং অকল্পনীয়। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ম্যাক ২৪ গতিতে অর্থাৎ, শব্দের গতির চেয়ে ২৪ গুণ বেশি গতিতে ভ্রমণ করতে সক্ষম। যখন পাকিস্তান কিছু করার কথা ভাববে, তখনই অগ্নি-৫ ধ্বংসের দৃশ্য দেখাবে।
advertisement
9/10
ব্রহ্মোস ক্রুজ মিসাইলব্রহ্মোস ক্রুজ মিসাইল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি শত্রুকে ধ্বংস না করা পর্যন্ত তাড়া করা বন্ধ করে না। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রাথমিক পাল্লা ২৯০ কিলোমিটার, তবে এটি ৫০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে।
advertisement
10/10
কিছু প্রতিবেদন অনুসারে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। ভারতও অনেক দেশে এই ক্ষেপণাস্ত্র রপ্তানি করেছে। এটি বিশেষভাবে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছে। ভারত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ তৈরিতে ব্যস্ত, যার পাল্লা ১৫০০ কিলোমিটার পর্যন্ত হবে। এটি ম্যাক-৮ গতিতে ভ্রমণ করবে (শব্দের গতির চেয়ে ৮ গুণ বেশি)।