Padma Setu | Bangladesh News: স্বপ্নের পদ্মা সেতু, গর্বের বাঙালিয়ানা! দ্বিতীয় দিনে টোল ট্যাক্স কোটি কোটি টাকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Padma Setu | Bangladesh News: সেতুতে মোটরসাইকেল ওঠা বন্ধ হওয়ায় যানবাহনের সংখ্যা কমে গিয়েছে এক-চতুর্থাংশ। টোলের পরিমাণ কমে এসেছে পৌনে এক কোটি টাকা।
advertisement
1/7

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন পদ্মা সেতু। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন রোববার সকাল ছয়টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। রোববার প্রথম ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৮৫৬টি যান চলে। গাড়ি পার হয়ে মোট টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।
advertisement
2/7
এখানেই শেষ নয়, পদ্মা সেতু খোলার পর দ্বিতীয় দিনেও প্রায় দুই কোটি টাকার টোল আদায় হয়েছে এই ইতিহাস তৈরি করা সেতুতে। এ সময় সেতুতে মোটরসাইকেল ওঠা বন্ধ হওয়ায় যানবাহনের সংখ্যা কমে গিয়েছে এক-চতুর্থাংশ। টোলের পরিমাণ কমে এসেছে পৌনে এক কোটি টাকা।
advertisement
3/7
প্রথম দিনে মোটরসাইকেলে সেতুতে ওঠায় মানা ছিল না। প্রতিটি মোটরসাইকেল ১০০ টাকা টোল দিয়ে চলাচল করছিল। যদিও বেশ কিছু বিশৃঙ্খলামূলক ঘটনা ও দুর্ঘটনার জেরে দুজনের মৃত্যুর পর সোমবার সকাল ৬টা থেকে সেতুতে মোটরসাইকেল ওঠা নিষিদ্ধ করা হয়।
advertisement
4/7
সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৭৪টি যানবাহন পার হয়েছে এই সেতু। আর টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।
advertisement
5/7
এ সময়ে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে উঠেছে ৭ হাজার ৫৮৬টি যানবাহন। টোল আদায় হয়েছে ৯৮ লাখ ১৮ হাজার ৫০ টাকা। আর জাজিরা প্রান্ত থেকে যানবাহন উঠেছে ৭ হাজার ৬৮৮টি। টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫০ টাকা।
advertisement
6/7
জনসাধারণের জন্য খুলে দেওয়ার তৃতীয় দিনে পদ্মা সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে মাওয়া টোল প্লাজায় আসামাত্র টোল দিয়ে যানবাহন নিয়ে সেতু দিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন লোকজন। তবে সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ থাকায় এবং ফেরি না চলায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা।
advertisement
7/7
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সকাল থেকে খুব স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে, মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে।