Sheikh Hasina: মেয়ে পুতুলের জন্য মা হাসিনা যা করলেন, পদ্মা সেতুর উদ্বোধনে 'সেরা মুহূর্ত' বলছেন সকলে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina: ঐতিহাসিক এই সেতুর উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশের অটিজমবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপার্সন তথা হাসিনা-কন্যা পুতুল।
advertisement
1/5

#কলকাতা: বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় পদ্মা সেতু (Padma Setu)। সেই পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে উৎফুল্ল, উচ্ছ্বসিত গোটা বাংলাদেশ। দেশের অন্য সবার মতো উৎফুল্ল প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও তার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও।
advertisement
2/5
ঐতিহাসিক এই সেতুর উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশের অটিজমবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপার্সন তথা হাসিনা-কন্যা পুতুল। এই সময় তাকে ক্যামেরা দিয়ে প্রধানমন্ত্রী ও পদ্মা সেতুসহ বিভিন্ন ছবি তুলতে দেখা যায়।
advertisement
3/5
সেই পদ্মা সেতু উদ্বোধনের সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী কন্যা পুতুল ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করছেন। সেই সময় তার চুলগুলো বাতাসে উড়ছে। তা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ের চুল বাঁধতে নিজের ক্লিপ খুলে দেন। সেই দৃশ্য নজর কেড়েছে সকলের।
advertisement
4/5
মা-মেয়ের এমন দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। মা-মেয়ের এমন দৃশ্য দেখে কেউ কেউ ভিডিওটি শেয়ার করে লিখেছেন- ঐতিহাসিক দিনের সেরা মুহূর্ত। উদ্বোধনের স্মৃতিকে ধরে রাখতে একমাত্র মেয়ে পুতুলের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তোলেন শেখ হাসিনা।
advertisement
5/5
পদ্মা সেতু (Padma Setu)। বাংলাদেশের এই ইমারত এখন গোটা বিশ্বের চর্চায়। সেই সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। বহু মানুষ এই পদ্মা সেতুর উপর দিয়ে পারাপারের জন্য মুখিয়ে রয়েছেন। এই পদ্মা সেতু বাংলাদেশের কাছে এখন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।