TRENDING:

Padma Setu ‍| Bangladesh: কলকাতা থেকে ঢাকা যাচ্ছিল বাস, থামানো হল পদ্মা সেতুর উপর! যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:
Padma Setu ‍| Bangladesh: এবার কলকাতা থেকে ঢাকাগামী একটি বাসকে আটকানো হল পদ্মা সেতুর উপরই।
advertisement
1/6
কলকাতা থেকে ঢাকা যাচ্ছিল বাস, থামানো হল পদ্মা সেতুর উপর! যা মিলল, চক্ষু চড়কগাছ
চালু হয়ে গিয়েছে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু (Padma Setu)। এই সেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে দূরত্ব কমে গিয়েছে কলকাতার। বাণিজ্যিক লাভ পেতে আশাবাদী ব্যবসায়ীরাও। একই সঙ্গে ভোগান্তি কমবে যাত্রীদেরও। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন, প্রতিকূল আবহাওয়া, ফেরিতে ওঠার বিড়ম্বনা সব মিলেয়ে যাত্রীরা পরিত্রাণ পাবে এমন হয়রানি থেকে। পদ্মা সেতু পাড়ি দিয়ে একবারে সরাসরি বেনাপোল ইমিগ্রেশনে- এমন স্বপ্ন দেখছেন ভারতগামীরা। এই পরিস্থিতিতে এবার কলকাতা থেকে ঢাকাগামী একটি বাসকে আটকানো হল পদ্মা সেতুর উপরই।
advertisement
2/6
হঠাৎ কেন এমন ঘটল? জানা গিয়েছে, প্রত্নবস্তু পাচারের অভিযোগে টোলপ্লাজায় থামানো হয় বাসটিকে। এরপরই আটক করা হয় এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম জসিমউদ্দিন। তাঁর কাছ থেকে প্রাচীন মূর্তি-সহ বেশ কিছু প্রত্নবস্তু বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
advertisement
3/6
জানা গিয়েছে, ঘটনাটি বুধবার গভীর রাতের। আগে পাওয়া খবরের সূত্রে পদ্মা সেতুর নাওডোবা টোল প্লাজার সামনে আটকানো হয় কলকাতা থেকে যাওয়া বাসটিকে। ওই বাসেই ছিলেন বাংলাদেশের ভোলার চারফ্যাশন এলাকার বাসিন্দা জসিমউদ্দিন। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় প্রাচীন মূর্তি-সহ বেশ কিছু প্রত্নবস্তু।
advertisement
4/6
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, কলকাতা থেকে প্রাচীন ওই সমস্ত জিনিসপত্র নিয়ে ঢাকায় যাচ্ছিলেন জসিমউদ্দিন। তাঁর কাছে ওই সময় ছিল প্রায় একশো বছরের পুরনো বহুমূল্যের সিংহ মূর্তি। সেই সঙ্গে আরও বহু প্রত্নবস্তু।
advertisement
5/6
যদিও ওই সকল জিনিসপত্রের কোনও বৈধ কাগজ সে দেখাতে পারেনি। সেই কারণেই তাঁকে আটক করে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দুই প্রান্তে।
advertisement
6/6
প্রতিদিন গড়ে ঢাকা-কলকাতা রুটে চলাচল করে ছয়টি পরিবহনের ৩০টি যাত্রীবাহী বাস। বাসগুলিতে প্রতিদিন গড়ে যাতায়াত করেন প্রায় এক হাজার বাংলাদেশি ও ভারতীয় পর্যটক। এদের কেউ চিকিৎসা করতে আসেন, কেউ বা ব্যবসা ও বেড়ানোর কাজে। প্রতিদিন গড়ে সাড়ে ছয় থেকে সাত হাজার বাংলাদেশি পর্যটক ভারতে প্রবেশ করেন। যাদের মধ্যে ৭০ শতাংশই থাকেন কলকাতায়।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Padma Setu ‍| Bangladesh: কলকাতা থেকে ঢাকা যাচ্ছিল বাস, থামানো হল পদ্মা সেতুর উপর! যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল