TRENDING:

Osman Hadi: বাংলাদেশ ছেড়ে পালাতে পারেন ইউনূস! হাদিকে খুন করিয়েছেন ইউনূসই! বিস্ফোরক অভিযোগ তুললেন হাদির ভাই

Last Updated:
Osman Hadi: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের এক গুরুত্বপূর্ণ মুখ।
advertisement
1/6
বাংলাদেশ ছেড়ে পালাতে পারেন ইউনূস! হাদিকে খুন করিয়েছেন ইউনূসই! বিস্ফোরক হাদির ভাই
ঢাকা: ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর কয়েক দিনের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। নিহত ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি অভিযোগ করেছেন, আসন্ন ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনকে বানচাল করতেই মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভেতরের একটি অংশ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
advertisement
2/6
রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন হাদির ভাই। হাদির উপর হামলার ঘটনায় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত রয়েছে বলে তাঁর অভিযোগ। বাংলাদেশে সাধারণ নির্বাচন বানচাল করতেই এই হত্যা বলে তাঁর অনুমান।
advertisement
3/6
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের এক গুরুত্বপূর্ণ মুখ। গত ১২ ডিসেম্বর ঢাকায় খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে এয়ারলিফট করা হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
advertisement
4/6
এই হত্যাকাণ্ডের পর ঢাকা সহ বিভিন্ন এলাকায় হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা একাধিক প্রথম সারির সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের দফতরে হামলা চালায়।
advertisement
5/6
ঢাকার শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সভায় ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি সরাসরি সরকারকে নিশানা করেন। তিনি বলেন, “আপনারাই ওসমান হাদিকে খুন করিয়েছেন, আর এখন এই ঘটনাকে হাতিয়ার করে নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন।” নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এভাবেই গুরুতর অভিযোগ তোলেন তিনি।
advertisement
6/6
এখানেই শেষ নয়, ওমর বলেন, “আপনারা রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। আজ হোক, ১০ বছর পর হোক, আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।” মহম্মদ ইউনূসও একদিন বাংলাদেশ থেকে পালাতে পারেন বলে জানিয়ে ওমর হাদি বলেন, “বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যাঁরা ক্ষমতায় ছিলেন, যাঁরা রাষ্ট্রকে নিজের মনে করতেন, তাঁরা কিন্তু আজকে কেউ বাংলাদেশ নেই। তাঁরা পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার না হলে আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য় হবেন।”
বাংলা খবর/ছবি/বিদেশ/
Osman Hadi: বাংলাদেশ ছেড়ে পালাতে পারেন ইউনূস! হাদিকে খুন করিয়েছেন ইউনূসই! বিস্ফোরক অভিযোগ তুললেন হাদির ভাই
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল