TRENDING:

Train News: জানেন কি সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটা, ভারতের সবচেয়ে পুরনোর থেকেও প্রাচীন

Last Updated:
Train News: জেনে নিন পৃথিবীর সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটি, আর কোন সবচেয়ে পুরনো রেল স্টেশনে আজও চলে ট্রেন৷
advertisement
1/7
জানেন কি সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটা, আজও সেখানে ট্রেনগাড়ি চলে ঝমঝম
: ট্রেন শব্দটা শুনলেই মন ভেসে যায় কোন সূদুর পারে৷ রোজকার জীবনেও ট্রেন খুবই কাজের৷ তবে বেড়াতে যাওয়ার এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল এই ট্রেনই৷ ট্রেনে ভ্রমণের নিজস্ব মজা। ট্রেনের জানালার কাছে বসে যখন হ্রদ, নদী, বন দেখতে পাবেন, তখন ভ্রমণের মজা দ্বিগুণ হয়ে যায়। ট্রেনের সম্পর্কে নানা তথ্য জানতে মানুষের দারুণ লাগে,  দীর্ঘতম ট্রেন, সবচেয়ে ছোট ট্রেন, প্রথম ট্রেন এরকম নানা তথ্যের পাশাপাশি এমন পরিস্থিতিতে বিশ্বের প্রাচীনতম রেলস্টেশন কোনটি তা জানাও আপনার জন্য জরুরি।
advertisement
2/7
আমাদের দেশের প্রাচীনতম রেলওয়ে স্টেশনের কথা বললে, পশ্চিমবঙ্গের  হাওড়া জংশনই ভারতের প্রাচীনতম রেলওয়ে স্টেশন। এটি ১৮৫২ সালে নির্মিত হয়েছিল। এই রেলস্টেশনটি ঐতিহাসিক পাশাপাশি নানা দিক থেকে বিশেষ। তবে এটি পৃথিবীর সবচেয়ে পুরনো স্টেশন নয়৷
advertisement
3/7
পৃথিবীর সবচেয়ে প্রাচীন রেলওয়ে স্টেশন সেটি ১৯৩ বছরেরও বেশি পুরনো।
advertisement
4/7
প্রায় ২০০ বছর ছুঁতে চলা এই স্টেশনে আজও নিজের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে৷  যদিও কিছু রেলস্টেশনে পুনর্গঠন করা হয়েছে। এই স্টেশনটি ম্যানচেস্টারের লিভারপুল রোড স্টেশন৷
advertisement
5/7
বিশ্বের প্রাচীনতম রেলওয়ে স্টেশন - লিভারপুল রোড স্টেশন লিভারপুল রোড স্টেশনটি ১৫ সেপ্টেম্বর ১৮৩০ সালে খোলা হয়েছিল,  এটি আজ বিশ্বের প্রাচীনতম রেলওয়ে স্টেশন। স্টেশনটি  এখনও অক্ষত রয়েছে৷  কিন্তু ১৯৭৫ সাল থেকে এখান দিয়ে আর ট্রেন চলাচল করে না৷ 
advertisement
6/7
লিভারপুল রোড স্টেশনটি লিভারপুল এবং ম্যানচেস্টার রেলওয়ের অংশ হিসাবে নির্মিত হয়েছিল, বিশ্বের প্রথম বাষ্প চালিত ইন্টারস্টেট রেল  লিভারপুল রোড স্টেশন বিল্ডিংটি ম্যানচেস্টারের বিজ্ঞান ও শিল্প যাদুঘরের অংশ।
advertisement
7/7
দ্বিতীয় প্রাচীনতম স্টেশনের কথা বলি, তবে এটি ব্রড গ্রিন রেলওয়ে স্টেশন।১৫  সেপ্টেম্বর, ১৮৩০ সালে কাজ শুরু করেছিল৷ এই স্টেশন দিয়ে এখনও ট্রেন চলে৷ এই স্টেশনে ৭০ এর দশকে এতে অনেক পরিবর্তন করা হয়েছিল। এতদিন মানুষের জন্য কাজ করার কারণে এই স্টেশনটি হয়ে উঠেছে বিশ্বের প্রাচীনতম রেলস্টেশন। ব্রড গ্রিন স্টেশনের পুরনো প্ল্যাটফর্মগুলি এখন পুরোপুরি নতুন করে তৈরি করা হয়েছে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Train News: জানেন কি সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটা, ভারতের সবচেয়ে পুরনোর থেকেও প্রাচীন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল