Nuclear Weapon: পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর 'পোসাইডন'! মাত্র ২০ মিটার লম্বা এক অস্ত্র! গোটা বিশ্বকে শেষ করবে মুহূর্তে! কোন দেশ বানাল এই অস্ত্র জানেন? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nuclear Weapon: রাশিয়ার “পোসাইডন” (Poseidon) আসলে একটি ভয়ঙ্কর নিউক্লিয়ার আন্ডারওয়াটার ড্রোন টর্পেডো, যেটাকে অনেকেই “ডুমসডে ওয়েপন” বলে ডাকে।
advertisement
1/6

রাশিয়া তৈরি করেছে ভয়ঙ্কর এক অস্ত্র - পোসাইডন! মাত্র ২০ মিটার লম্বা এই অস্ত্র সমুদ্রে বিশাল সুনামি তৈরি করতে পারে। শুধু সাধারণ সুনামি নয়, এটি হবে রেডিওঅ্যাকটিভ সুনামি। ফলে যে অঞ্চল আক্রান্ত হবে, তা বহু বছর ব্যবহারযোগ্য থাকবে না।
advertisement
2/6

এই অস্ত্রে ব্যবহার করা হয়েছে কোবাল্ট-৬০, যা জলকে ভয়ঙ্করভাবে দূষিত করে তুলবে। পৃথিবীর ৪০% মানুষ বাস করে সমুদ্র তীরবর্তী অঞ্চলে এবং বিশ্বের ৯০% বাণিজ্য হয় সমুদ্র পথে। তাই এই অস্ত্রের ভয়াবহতা কল্পনার বাইরে। পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর হল এই পোসাইডন।
advertisement
3/6
রাশিয়ার “পোসাইডন” (Poseidon) আসলে একটি ভয়ঙ্কর নিউক্লিয়ার আন্ডারওয়াটার ড্রোন টর্পেডো, যেটাকে অনেকেই “ডুমসডে ওয়েপন” বলে ডাকে।
advertisement
4/6
এর মূল বৈশিষ্ট্যগুলো হলো— এটা সাবমেরিন থেকে পানির নিচে ছোঁড়া হয়। ১০,০০০ কিমি’রও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।এর মধ্যে ২ মেগাটন থেকে শুরু করে ১০০ মেগাটন পর্যন্ত নিউক্লিয়ার ওয়ারহেড বসানো যায় বলে ধারণা করা হয়।
advertisement
5/6
বিস্ফোরণ ঘটলে শুধু ভয়াবহ ধ্বংসই নয়, সমুদ্রের নিচে রেডিওঅ্যাকটিভ সুনামি তৈরি করতে পারে, যা উপকূলীয় শহর ও ঘাঁটিগুলোকে কয়েকশো কিমি জুড়ে মুছে দিতে সক্ষম।
advertisement
6/6
অর্থাৎ, “পোসাইডন” কেবল একটি অস্ত্র নয়, বরং পুরো একটি দেশের উপকূল ধ্বংস করে দেওয়ার মতো ভয়ঙ্কর কৌশলগত অস্ত্র।তাই একে অনেকে ধ্বংসের নতুন সংজ্ঞা বলছে।