Nobel Peace Prize: ট্রাম্পকে টপকে পাওয়া নোবেল...তাঁকেই উৎসর্গ করলেন ‘কাছের লোক’ মারিয়া! দু’জনের এ কোন সমীকরণ? অঙ্ক কষছে বিশ্ব
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সম্প্রতি লাতিন আমেরিকায় নিজের রণসরঞ্জাম বাড়িয়েছে আমেরিকা৷ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দাবি করেছিলেন, আমেরিকা আসলে সেনার মদতে ভেনেজুয়েলার সরকার ফেলতে চায়৷ সপ্তাহ খানেক আগে ভেনেজুয়েলার সমুদ্রে বিমানহানাও চালিয়েছিল ট্রাম্প সরকার৷
advertisement
1/8

ক্যারাকাস: নোবেল শান্তি পুরস্কারের আশায় আশায় বসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বলেছিলেন, তিনি তো ৮টা যুদ্ধ থামিয়েছেন, আর বারাক ওবামা আমেরিকার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েই নাকি পেয়ে গিয়েছিলেন জলজ্যান্ত নোবেল৷ কিন্তু, শেষমেশ সেই আশ আর মিটল না৷ ট্রাম্পকে টপকে শান্তি নোবেল পেয়ে গেলেন, তাঁরই অন্যতম কাছের ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী এবং বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাডো৷
advertisement
2/8
নোবেল প্রাপক মারিয়ার ধন্যবাদ বার্তাতেও তাই উঠে এসেছে সেই ডোনাল্ড ট্রাম্পের নাম৷ X হ্যান্ডেলে মারিয়া লিখেছেন, ‘এই সম্মান ভেনেজুয়েলার মানুষের লড়াইকে সম্মানিত করেছে৷ স্বাধীনতা অর্জনের লড়াইয়ের পথে পাথেয় হবে এই সম্মান৷ আমরা মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি৷ আর সে জন্য আমরা তাকিয়ে রয়েছি প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার সাধারণ নাগরিক, লাতিন আমেরিকার মানুষ এবং বিশ্বের সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে৷’
advertisement
3/8
এরপরে মারিয়া লেখেন, ‘আমি আমার এই পুরস্কার ভেনেজুয়েলার মানুষ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করতে চাই৷’
advertisement
4/8
এদিকে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণার পরে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করার সময় ট্রাম্প বলেন, ‘‘যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি ফোন করেছিলেন৷ বললেন, আপনার সম্মানেই আমি এই পুরস্কার গ্রহণ করছি, আপনি প্রকৃত অর্থেই এই পুরস্কারের অধিকারী৷’’
advertisement
5/8
২০১৯ সাল থেকেই ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন৷ প্রকাশ্যেই সে দেশের বামপন্থী সরকার এবং তার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তুলোধনা করে থাকেন ট্রাম্প৷ ভেনেজুয়েলার বিরাট তৈল ভাণ্ডার ও প্রাকৃতিক শক্তির দিকে ট্রাম্পের নজর রয়েছে বলেও মনে করেন অনেকে৷
advertisement
6/8
সম্প্রতি লাতিন আমেরিকায় নিজের রণসরঞ্জাম বাড়িয়েছে আমেরিকা৷ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দাবি করেছিলেন, আমেরিকা আসলে সেনার মদতে ভেনেজুয়েলার সরকার ফেলতে চায়৷ সপ্তাহ খানেক আগে ভেনেজুয়েলার সমুদ্রে বিমানহানাও চালিয়েছিল ট্রাম্প সরকার৷
advertisement
7/8
অন্যদিকে, প্রায় এক দশক ধরে ভেনেজুয়েলার মাদুরোর সরকারের বিরোধিতা করে আসছেন নোবেল পুরস্কার প্রাপক মারিয়া করিনা মাচাডো৷ এমনকি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও কারও অজ্ঞাত নয়৷ মারিয়া ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুরও অত্যন্ত কাছের৷
advertisement
8/8
নিন্দকদের অনেকে দাবি করছেন, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলেও তাঁর ‘শাগরেদ’কে এই পুরস্কার দেওয়া হয়েছে৷ ভেনেজুয়েলার মাদুরো সরকার ফেলে যদি সরকার গড়েন মারিয়া, তাহলে তা হবে ট্রাম্পপন্থী সরকার গঠন৷ আর তাতে আখেরে লাভ হবে ডোনাল্ড ট্রাম্পেরই৷