একইসঙ্গে ৬ মহিলাকে গর্ভবতী, তাক লাগালেন নাইজেরিয়ার ব্যবসায়ী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অনুষ্ঠানে ৬ নারীকে নিয়ে হাজির হলেন ব্যক্তি, ৬ নারীই অন্তঃসত্ত্বা এবং ব্যক্তির দাবি, ৬ নারীর সন্তানের বাবা তিনিই
advertisement
1/6

অনুষ্ঠানে ৬ নারীকে নিয়ে হাজির হলেন ব্যক্তি, ৬ নারীই অন্তঃসত্ত্বা এবং ব্যক্তির দাবি, ৬ নারীর সন্তানের বাবা তিনিই। Representative Image
advertisement
2/6
নাইজেরিয়ার বহুল প্রতাপশালী ব্যক্তি প্রিটি মাইক ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তাঁর দুপাশে ৬জন মহিলা। সবাই রূপোলি পোশাকে সজ্জিত, প্রত্যেকেই অন্তঃসত্ত্বা। প্রিটি মাইক ছবিটির ক্যাপশনে লিখেছেন, 'PM and his six Baby Mothers to be'
advertisement
3/6
একই সময়ে ৬ জন নারীকে অন্তঃসত্ত্বা! খবর শুনেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের! মাইকের মন্তব্য, '' এটা কোনও কৌশল নয়, জীবন উপভোগ করছি।''
advertisement
4/6
নাইজেরিয়ার লাগোসে নাইট ক্লাব চালান প্রিটি মাইক, প্লে বয় হিসেবে খ্যাতি রয়েছে। জানা যায়, গতবছর ওই ৬ মহিলাকে বিয়ে করেছিলেন প্রিটি মাইক।
advertisement
5/6
এর আগে মহিলাদের চেন দিয়ে বেঁধে প্যারেড করিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন মাইক।
advertisement
6/6
কুকুরের চেন দিয়ে মহিলাদের বেঁধে একাধিকবার বিয়ের অনুষ্ঠানে হাজির করেছিলেন মাইক