Bangladesh news: বাংলাদেশের রাজনীতিতে মিশছেন ইমরান খান-কেজরিওয়াল! ঢাকায় নতুন সমীকরণ, কী হবে ভারতের?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh news: হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছেন মুহাম্মদ ইউনূস। কিন্তু সংখ্যালঘু নির্যাতন-সহ বিভিন্ন ইস্যুতে সমস্যায় ইউনূস সরকার।
advertisement
1/7

হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছেন মুহাম্মদ ইউনূস। কিন্তু সংখ্যালঘু নির্যাতন-সহ বিভিন্ন ইস্যুতে সমস্যায় ইউনূস সরকার। এবার বাংলাদেশে তৈরি হতে চলেছে নয়া রাজনৈতিক দল।
advertisement
2/7
আওয়ামি লিগের সরকার পতনের পরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়েছে বিএনপি এবং জামাত। এই দুই দলের বাইরে নতুন দল খুলতে চলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।
advertisement
3/7
এই রাজনৈতিক দলটির আদর্শ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বাংলাদেশের মানুষ। বিশেষ করে নিয়মিত সংখ্যালঘু নির্যাতনের ফলে সাধারণ মানুষদের একটা বড় অংশ নতুন দলের উপর নির্ভরশীল হতে পারেন বলে মনে করা হচ্ছে।
advertisement
4/7
বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই দলটি বাংলাদেশে প্রচলিত ডানপন্থী এবং বামপন্থী রাজনীতির বাইরে মধ্যপন্থা আদর্শ নিয়ে এগোতে পারে।
advertisement
5/7
বাংলাদেশে চিরকালই ক্ষমতায় থেকে ডানপন্থী বা ডানপন্থা ঘেঁষে চলা দলগুলি। বামপন্থী দলগুলি কোনও কালেই বাংলাদেশের রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারেনি।
advertisement
6/7
নতুন দলটি মধ্যপন্থা রাজনীতিতে বিশ্বাসী হতে পারে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “এরদেয়ানের পার্টি কিন্তু ফোকাস করেছে ইনসাফের ওপর। তার নামই হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। যেটা আমরাও বলছি। আমরা ন্যায়বিচারের কথা বলছি, সুশাসনের কথা বলছি”।
advertisement
7/7
হাসিনার বিরুদ্ধে অন্যতম বিক্ষোভ ছিল দুর্নীতি নিয়ে। এই প্রসঙ্গেই ভারতের অরবিন্দ কেজরিওয়ালের কথা তুলে ধরেন জুনায়েদ। তিনি বলেন, “অন্যদিকে ভারতের আম আদমি পার্টি দেশে-বিদেশে উচ্চশিক্ষিত তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। দুর্নীতিবিরোধী কার্যক্রম করেছে। আমরা সেগুলোও দেখছি”।