TRENDING:

Nepal Gen Z Protest: কার্ফু উঠতেই ছন্দে ফিরছে কাঠমান্ডু, স্বস্তিতে পর্যটক ও স্থানীয়রা, পুজোয় নেপাল বেড়ানো সম্ভব?

Last Updated:
Nepal Gen Z Protest: কাঠমান্ডুর রাস্তায় আজ সকাল থেকেই চেনা ব্যস্ততা। কয়েকদিনের টানটান অশান্তি, কার্ফু আর অবরুদ্ধ পরিস্থিতির পর আবার ছন্দে ফিরছে নেপালের রাজধানী।
advertisement
1/5
কার্ফু উঠতেই ছন্দে ফিরছে কাঠমান্ডু, স্বস্তিতে পর্যটক-স্থানীয়রা, পুজোয় নেপাল বেড়ানো সম্ভব?
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: কাঠমান্ডুর রাস্তায় আজ সকাল থেকেই চেনা ব্যস্ততা। কয়েকদিনের টানটান অশান্তি, কার্ফু আর অবরুদ্ধ পরিস্থিতির পর আবার ছন্দে ফিরছে নেপালের রাজধানী।
advertisement
2/5
*শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেল ভিড় জমেছে বাস, ট্যাক্সি ও অন্যান্য গণ-পরিবহণে। পূর্ণ সক্ষমতায় চলছে যানবাহন। দূরপাল্লার আন্তঃনগর বাস পরিষেবাও চালু হওয়ায় নেপালের অন্যান্য শহরের সঙ্গে যোগাযোগ আবার স্বাভাবিক হচ্ছে।
advertisement
3/5
*এদিকে, পর্যটনকেন্দ্র কাঠমান্ডুতে নতুন করে আশা ফিরেছে হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীদের মুখে। কার্ফু কারণে আটকে থাকা দেশি-বিদেশি পর্যটকরা এখন মুক্তভাবে ঘুরে বেড়াতে পারছেন।
advertisement
4/5
*তবে যাঁরা ভ্রমণ বা পরিবহণে কোনও সমস্যার মুখোমুখি হচ্ছেন, তাঁদের জন্য এগিয়ে এসেছে নেপাল ট্যুরিজম বোর্ড (NTB)। সংস্থাটি জানিয়েছে, পর্যটকরা যেকোনও অসুবিধায় তাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করা হবে।
advertisement
5/5
*কাঠমান্ডুর সাধারণ মানুষ থেকে শুরু করে বিদেশি ভ্রমণপিপাসুরা—সবাই চাইছেন এই স্বাভাবিকতার ছন্দ বজায় থাকুক। কয়েকদিনের অচলাবস্থা পেরিয়ে নতুন ভোরে যেন শহর খুঁজে পেল মুক্তির নিশ্বাস।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Nepal Gen Z Protest: কার্ফু উঠতেই ছন্দে ফিরছে কাঠমান্ডু, স্বস্তিতে পর্যটক ও স্থানীয়রা, পুজোয় নেপাল বেড়ানো সম্ভব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল