TRENDING:

Nature: আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়, মেরে ফেলে মানুষও! বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ক্ষুদ্র প্রাণীটিকে চেনেন?

Last Updated:
Nature: এই এশিয়ান ‘জায়ান্ট’ নতুন ভয়ঙ্করদের তালিকায় স্থান পেয়েছে। বিষয় হচ্ছে, প্রাণঘাতী এই প্রাণীটি সম্পর্কে আমরা খুব কমই জানি।
advertisement
1/6
আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়, মেরে ফেলে মানুষও! প্রাণঘাতী এই প্রাণীটিকে চেনেন?
বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম হল ভীমরুল। কী, থমকে গেলেন শুনে! বিশ্বের তাবৎ ভয়ঙ্কর প্রাণীর তালিকায় যেখানে কোবরা, শ্বেত হাঙর, আফ্রিকান বাঘ-সিংহের নাম রয়েছে, সেখানে ক্ষুদ্র এই ভীমরুলের নাম শুনে হয়ত অনেকেই ভ্রু কুঁচকাবেন।
advertisement
2/6
কিন্তু না, এই এশিয়ান ‘জায়ান্ট’ নতুন ভয়ঙ্করদের তালিকায় স্থান পেয়েছে। বিষয় হচ্ছে, প্রাণঘাতী এই প্রাণীটি সম্পর্কে আমরা খুব কমই জানি। এ জন্যই হয়ত কেউই কোনোদিন ভাবিনি। বৃদ্ধাঙ্গুল আকৃতির এই প্রাণীটির দংশনে প্রতিবছর জাপানে বড় অংশের মানুষ মারা যান।
advertisement
3/6
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র পাখি হামিং বার্ডের তুলনায় খানিকটা বড় আকৃতির এই প্রাণীটি ঘণ্টায় ২৫ কি.মি বেগে ছুটতে পারে। এই গতি মৌমাছির চেয়ে ঢের বেশি।
advertisement
4/6
এর একটি দংশন কতটা যে ভয়ানক, বেদনাদায়ক হতে পারে, তা ভুক্তভোগীই মাত্রই জানেন। জাপানে প্রতিবছর তিনশো ভীমরুল ৩০ হাজার মৌমাছিকে হত্যা করছে।
advertisement
5/6
আবার আকারের দিক থেকে সাধারণ মাছির আকারের হলেও টেটসি মাছি মেরুদণ্ডী প্রাণীর রক্ত খেয়ে বাঁচে। এই মাছির কামড়ে আফ্রিকান ট্রাইপ্যানোসোমনিয়াসিস নামের একটি পরজীবীঘটিত রোগ হয়।
advertisement
6/6
এই রোগে ঘুমে সমস্যা, জ্বর, মাথা ও অস্থিসন্ধিতে ব্যথা, বমি ও মস্তিষ্ক ফুলে যেতে পারে। ধারণা করা হয় প্রতি বছর আফ্রিকায় সাব-সাহারা অঞ্চলে ২০-৩০ হাজার মানুষ আফ্রিকান ট্রাইপ্যানোসোমনিয়াসিস রোগে আক্রান্ত হয়। এদের মধ্যে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Nature: আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়, মেরে ফেলে মানুষও! বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ক্ষুদ্র প্রাণীটিকে চেনেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল