TRENDING:

Muhammad Yunus News: সর্বনাশ! হঠাৎ বিদেশ থেকে বাংলাদেশে ঢুকল ৭,০০,০০,০০,০০,০০ টাকা! কে পাঠাল জানেন? কোন টাকায় ফুলছে ইউনূসের কোষাগার? চমকে যাবেন শুনে

Last Updated:
Muhammad Yunus News: সোমবার বাংলাদেশ ব্যাংকের তরফে জানানো হয়েছে, মার্চের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
advertisement
1/6
সর্বনাশ! হঠাৎ বিদেশ থেকে বাংলাদেশে ঢুকল ৭,০০,০০,০০,০০,০০ টাকা! কে পাঠাল জানেন?
শেখ হাসিনা দেশ ছেড়েছেন। বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন মহম্মদ ইউনূস। আর সেই সুযোগেই বিদেশ থেকে বাংলাদেশে ঢুকছে কোটি কোটি টাকা। চলতি মাসের প্রথম ৮ দিনে বাংলাদেশে এসেছে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। ভারতীয় মুদ্রায় যা সাত হাজার কোটি টাকারও বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ১৮ লাখ ডলার।
advertisement
2/6
সোমবার বাংলাদেশ ব্যাংকের তরফে জানানো হয়েছে, মার্চের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬৭ কোটি ১০ লাখ ডলার ও ৫৩ কোটি ৫২ লাখ ডলার। সেই হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
advertisement
3/6
সরকারি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের জিডিপির ৬ থেকে ৭ শতাংশ নির্ভর করে এই রেমিট্যান্সের উপর। বিদেশ থেকে টাকা বন্ধ হলেই ধুঁকতে শুরু করে বাংলাদেশের অর্থনীতি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এমনটাই ঘটেছিল।
advertisement
4/6
জানা গিয়েছে, মার্চের প্রথম ৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে বাংলাদেশে এসেছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার।
advertisement
5/6
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২ থেকে ৮ মার্চ দেশে এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। আর ১ মার্চ রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৮০ হাজার ডলার। এদিকে, গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।
advertisement
6/6
সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন বছরের প্রথম দু’মাসেই ১০ হাজার ৫০০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে বাংলাদেশ। এমনকি, মার্চ মাসের প্রথম ৮ দিনেই প্রায় সাত হাজার কোটি বিদেশি আয় ঢুকেছে সেদেশে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Muhammad Yunus News: সর্বনাশ! হঠাৎ বিদেশ থেকে বাংলাদেশে ঢুকল ৭,০০,০০,০০,০০,০০ টাকা! কে পাঠাল জানেন? কোন টাকায় ফুলছে ইউনূসের কোষাগার? চমকে যাবেন শুনে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল