TRENDING:

Muhammad Yunus News: লজ্জায় মাথা কাটা গেল মহম্মদ ইউনূসের! এমন ঘটনা ঘটল, লজ্জা গোটা বাংলাদেশেরও! দেশের প্রধানের সঙ্গে এমন ঘটনা কখনও ঘটেনি...

Last Updated:
Muhammad Yunus News: বিদেশের মাটিতে 'গো ব্যাক' স্লোগানও দেওয়া হল তাঁকে! সূত্রের খবর, লন্ডন সফরে গিয়ে বাংলাদেশেরই প্রবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ইউনসূকে।
advertisement
1/7
লজ্জায় মাথা কাটা গেল মহম্মদ ইউনূসের! এমন ঘটনা ঘটল, লজ্জা গোটা বাংলাদেশেরও!
ঘরে-বাইরে চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস! একদিকে বাংলাদেশের অন্দরে জাতীয় নির্বাচন নিয়ে ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। অন্যদিকে এমন সময়ে বিদেশের মাটিতে কালো পতাকা দেখতে হল মহম্মদ ইউনূসকে!
advertisement
2/7
শুধু তাই নয়, বিদেশের মাটিতে 'গো ব্যাক' স্লোগানও দেওয়া হল তাঁকে! সূত্রের খবর, লন্ডন সফরে গিয়ে বাংলাদেশেরই প্রবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ইউনসূকে।
advertisement
3/7
ইতিমধ্যেই গোটা ঘটনায় ওপার বাংলার রাজনীতির অন্দরে তো বটেই পাশাপাশি আন্তর্জাতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, 'শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর পদ্মাপাড়ে এক বিরাট অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। যেখানে শুধু, অশান্তি, হিংসা, নৈরাজ্যে। এই সমস্ত কিছুর জন্য একমাত্র দায়ী মহম্মদ ইউনূস ও তাঁর প্রশাসন।'
advertisement
4/7
বিএনপি নেতা তারেক জিয়ার সঙ্গে দেখা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ব্রিটেনে গিয়েছেন বলেই সূত্রের খবর। দেশের জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে ইউনূসের। তবে তার মধ্যেই লন্ডনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল ইউনসূকে!
advertisement
5/7
পাশাপাশি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়েভ স্টার্মারের সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও সেই বৈঠক আপাতত হচ্ছে না বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে ঘরে-বাইরে বিধ্বস্ত অবস্থা ইউনূসের। প্রসঙ্গত, বিগত কিছুদিন আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জানিয়েছিলেন, 'আগামী বছর অর্থাৎ ২০২৬ এর এপ্রিল মাসে ভোট হবে বাংলাদেশে।' যা নিয়ে ওপার বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলি ইউনূস সরকরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
6/7
সূত্রের খবর, এই আবহে মহম্মদ ইউনূসের উপর সুর চড়িয়ে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি জানিয়েছে, 'চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী বছর এপ্রিল মাস অবধি টেনে নিয়ে যাওয়া কোন মানেই হয়না। আর তা যদি না হয় তাহলে বড় আন্দোলনের পথে নামবে তারা।'
advertisement
7/7
ওয়াকিবহলের মতে, 'গোটা ঘটনায় আরও চাপ বাড়াল অন্তর্বর্তী সরকার তথা মহম্মদ ইউনূসের।'
বাংলা খবর/ছবি/বিদেশ/
Muhammad Yunus News: লজ্জায় মাথা কাটা গেল মহম্মদ ইউনূসের! এমন ঘটনা ঘটল, লজ্জা গোটা বাংলাদেশেরও! দেশের প্রধানের সঙ্গে এমন ঘটনা কখনও ঘটেনি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল