Muhammad Yunus Elon Musk Meeting: পাশে ট্রাম্প, এলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে মহম্মদ ইউনূস! যা ঘটতে চলেছে, শুনে চমকে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Muhammad Yunus Elon Musk Meeting: বৈঠকে স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের নতুন ধরণ ও এর প্রভাবের ওপর জোর দেন মহম্মদ ইউনূস ও এলন মাস্ক।
advertisement
1/7

একদিকে যখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে, সেই সময়ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ফোন করলেন এলন মাস্ক। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওপার বাংলায়।
advertisement
2/7
বাংলাদেশে স্টারলিংকের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট–সেবা চালুর জন্য এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত ধনকুবের এলন মাস্কের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা বজায় রাখতে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সূত্রের খবর, সেই ভিডিও কনফারেন্সের সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
advertisement
3/7
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক বিবৃতিতে এই তথ্য জানান। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক প্রতিনিধি ড. খলিলুর রহমান, বাংলাদেশের পক্ষে এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং স্পেসএক্সের পক্ষে গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার লরেন ড্রেয়ার ও ভাইস প্রেসিডেন্ট রিচার্ড গ্রিফিথস।
advertisement
4/7
বৈঠকে স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের নতুন ধরণ ও এর প্রভাবের ওপর জোর দেন ইউনূস ও এলন মাস্ক। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, নারী ও প্রত্যন্ত সম্প্রদায়ের মানুষদের জন্য কীভাবে এই পরিষেবা ব্যবহার করা যায়, তা নিয়ে কথা হয়।
advertisement
5/7
কীভাবে উচ্চগতির ও কম খরচে ইন্টারনেট সংযোগ বাংলাদেশে ডিজিটাল বিভাজন ঘটাতে পারে, তা নিয়ে দুজনে আলাপ করেন। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নের দিক বিবেচনা করে এবং প্রত্যন্ত এলাকায় ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা মাথায় নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে কথা হয়েছে দু তরফে। এমনই খবর।
advertisement
6/7
ইউনূস বলেন, বাংলাদেশের পরিকাঠামোতে স্টারলিংকের সংযোগ লক্ষাধিক মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও উন্নত করে তুলবে।
advertisement
7/7
শুধু তই নয়, গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণের প্রশংসা করেন এলন মাস্কও। এই কার্যক্রম দরিদ্রতা দূর করতে বেশ প্রভাব ফেলেছে বলেই মন্তব্য করেন তিনি। মাস্ক বলেন, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ভিলেজ ফোনের ব্যাপারে এবং তাদের কার্যক্রম নিয়ে তিনি অবগত।