TRENDING:

বুকের দুধ বেচেই লাখ লাখ টাকা রোজগার করেন এই মহিলা!

Last Updated:
advertisement
1/8
বুকের দুধ বেচেই লাখ লাখ টাকা রোজগার করেন এই মহিলা!
• দুই সন্তানের মা, বয়স ২৪ বছর ৷ তিনি এখন লাখপতি ৷ ব্যবসার কারণেই ফুলেফেঁপে উঠেছেন এই মহিলা ৷ তবে এঁনার ব্যবসাটি একটু অন্যরকম ৷ প্রথাগত বিজনেসের থেকে একটু আলাদা ৷ নিজের বুকের দুধ বিক্রি করেন এই মহিলা ৷
advertisement
2/8
• সাইপ্রাসের এই মহিলার নাম রাফেলিয়া ল্যামপ্রোউ ৷ যখন তাঁর ছেলে আঞ্জেলিও জন্ম হয়, তখন তিনি দেখেন ছেলেকে দুধ খাওয়ানোর পরেও অনেকটা দুধ বেঁচে যাচ্ছে ৷ তখনই নিজের বুকের দুধ দান করার কথা ভাবেন রাফেলিয়া ৷
advertisement
3/8
• প্রথমে কিছু বাচ্চাদের, যাঁরা মাতৃদুগ্ধ পায় না তাদের মধ্যে নিজের বুকের দুধ বিক্রি করেন ৷ তারপর এই কাজটি ব্যবসায় রূপান্তরিত হয় ৷
advertisement
4/8
• রাফেলিয়া জানাচ্ছেন, প্রতিদিন ২ লিটারেরও বেশি দুধ তৈরি হত ৷ অত দুধ নিয়ে কী করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না ৷ শেষ পর্যন্ত এক দম্পতিকে তিনি সাহায্য করতে এগিয়ে আসেন ৷ সদ্যোজাতের জন্য ওই মায়ের কাছে মাতৃদুগ্ঘের যোগান ছিল খুবই কম ৷
advertisement
5/8
• এই সময়ই বেশকিছু বলি বিল্ডার তাঁর কাছে বুকের দুধ কেনার ইচ্ছা প্রকাশ করেন ৷ শরীরের গ্রোথের জন্য যেহেতু এই দুধ খুবই উপকারী, সে কারণেই বডি বিল্ডারদের কাছে দিনে দিনে মাতৃদুগ্ধের চাহিদা বাড়তে থাকে ৷
advertisement
6/8
• এরপর থেকেই রাফেলিয়া বাণিজ্যিকভাবে বুকের দুধ বেচতে শুরু করেন ৷ ধীরে ধীরে এটাই তাঁর পেশা হয়ে দাঁড়ায় ৷ প্রতি আউন্স দুধের জন্য ১ ইউরো নিতে শুরু করেন তিনি ৷
advertisement
7/8
• রাফেলিয়া জানান, স্বামী অ্যালেক্সও তাঁর এই কাজে কখনও বাধা দেননি ৷ বরং বরাবর তিনি সাপোর্ট করেছেন ৷
advertisement
8/8
• এখন নিজের একটি ফেসবুক পেজ ও ওয়েবসাইট চালান রাফালিয়া ৷ সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে, তিনি মদ খান না, ধূমপানও করেন না ৷ এখন অনলাইনেই নতুন মা বা বডি বিল্ডাররা মাতৃদুগ্ধের জন্য তাঁর কাছে আবেদন করেন ৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
বুকের দুধ বেচেই লাখ লাখ টাকা রোজগার করেন এই মহিলা!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল