Moon Venus Conjunction: চাঁদ-শুক্রর সেই দৃশ্য মনে আছে! ফের দেখা যাবে চাঁদের সঙ্গে তিন গ্রহের খেলা, কবে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Moon Venus Conjunction: চলতি মাসে চাঁদের সঙ্গে অন্তত ৩টি গ্রহ দেখা যেতে চলেছে।
advertisement
1/7

কয়েকদিন আগে চাঁদ, শুক্রর মহাজাগতিক দৃশ্য পৃথিবী থেকে দেখা গিয়েছিল। সেই সময় এই দৃশ্য ফোনবন্দি করেছিলেন অনেকেই। এবার ফের তেমনই দৃশ্য চলতি মাসে বেশ কয়েকবার দেখা যেতে চলেছে। (Credit-Canva)
advertisement
2/7
চলতি মাসে চাঁদের সঙ্গে অন্তত ৩টি গ্রহ দেখা যেতে চলেছে। আপনি এপ্রিল মাসের বিভিন্ন তারিখে এই দৃশ্যগুলি দেখা যাবে। এই মাসে আকাশ পরিষ্কার থাকলে চাঁদের পাশাপাশি মঙ্গল, শুক্র ও শনি গ্রহ দেখতে পাবেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/7
মঙ্গল, শুক্র ও শনি গ্রহ তাদের কক্ষপথ থেকে সূর্যের চারদিকে ঘুরে চাঁদের কাছাকাছি চলে আসবে। ১৫ এবং ১৬ এপ্রিল, শনির সঙ্গে অর্ধচন্দ্র দেখা যাবে। এই দৃশ্য সূর্যোদয়ের আগে দক্ষিণ-পূর্ব দিকে দেখা যাবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/7
চাঁদ এই সময়ে শুক্র গ্রহের কাছে চলে যাবে। ২৩ এপ্রিল একসঙ্গে দেখা যাবে চাঁদ ও শুক্রকে। চাঁদের অর্ধেক অংশও দেখা যাবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/7
শুক্র গ্রহ অতিক্রম করার সময় চাঁদ মঙ্গলের কাছাকাছি চলে আসবে। চাঁদের নিচের দিকে অংশে মঙ্গল গ্রহ দেখা দেবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/7
এই তিনটি গ্রহ ছাড়াও বুধকেও এই মাসে দেখা যেতে পারে। এটি সৌরজগতের সবচেয়ে দ্রুত গতিশীল গ্রহ। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/7
আগামী ১১ এপ্রিল থেকে পরবর্তী ৩ সপ্তাহের মধ্যে এই গ্রহ দৃশ্যমান হতে পারে। জেট প্রপালশন ল্যাবরেটরির মতে, সূর্যের খুব কাছে থাকার কারণে বুধ গ্রহ আকাশে খুব কমই দেখা যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)