TRENDING:

গরিবদের জন্য আকাশ থেকে পড়ছে টাকা ! দিচ্ছেন যিনি, তাকে দেখুন...

Last Updated:
advertisement
1/5
গরিবদের জন্য আকাশ থেকে পড়ছে টাকা ! দিচ্ছেন যিনি, তাকে দেখুন...
হংকং আকাশ থেকে পড়ছে শয়ে শয়ে টাকা ৷ এই ভিডিও দেখেই আঁতকে উঠছেন সকেল ৷ রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন চোখের সামনে দেখছেন আকাশ থেকে টাকা পড়তে ৷ এ ও কী ভাবা যায় ? ঘটনা হংকং-এর পুক ওয়া স্ট্রিটের ৷ মূলত ওই এলাকায় গরীবদের বাস ৷ সেখানে এমন কাণ্ড দেখে অনেকেই ভেবেছিলেন যে এলাকার মানুষদের সাহায্যেই এভাবে টাকা ছড়ানো হচ্ছে ৷ কিন্তু টাকা দিচ্ছেন কে ? Photo Courtesy: Facebook
advertisement
2/5
এই ঘটনা চাক্ষুস করতেই ভিড় জমে যায় এলাকায় ৷ অনেকে টাকা কুড়তে শুরু করেন ৷ খুব স্বাভাবিকই ছিল এই চিত্র ৷ জানা যায় এপোক ক্রিপ্টোকারেন্সি বলে একটি সংস্থার পক্ষ থেকে এমন ব্যবস্থা করা হয়েছিল ৷ Photo Courtesy: Facebook
advertisement
3/5
২৪ বছর বয়সী ওং চিং-কিট বিট কয়েনের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেছেন ৷ নিজের সংস্থার প্রচারের জন্যই এই পন্থা বেছে নিয়েছিলেন তিনি ৷ এমনই মনে করা হচ্ছে ৷ ফেসবুকেও লাইভ সম্প্রচার করা হয় এই ঘটনাটি ৷ তিনি নিজে এসে একটি বাড়ির ছাদ থেকে ছড়াতে থাকেন টাকা ৷ Photo Courtesy: Facebook
advertisement
4/5
কিন্তু কেন তিনি এমন করলেন? পুলিশ জানাচ্ছে, ‘ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন’-র কেনাবেচা করে বিপুল অর্থের মালিক হয়েছেন ওং চিং-কিট। তার মতে, তিনি বড়লোকদের লুট করে গরিবদের সাহায্য করতে চান। সেই কারণেই ওই অর্থ বিলিয়ে দিচ্ছিলেন তিনি। তবে পুলিশ এই ব্যাপারটাকে ভালভাবে নেয়নি ৷ Photo Courtesy: Facebook
advertisement
5/5
অন্যদিকে প্রধান পরিদর্শক কেভিন চং কিউ-ওয়েই বলেছেন, যারা ডলার কুড়িয়েছেন তারাও আইনভঙ্গ করেছেন। তাই কুড়িয়ে নেয়া অর্থ ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। Photo Courtesy: Facebook
বাংলা খবর/ছবি/বিদেশ/
গরিবদের জন্য আকাশ থেকে পড়ছে টাকা ! দিচ্ছেন যিনি, তাকে দেখুন...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল