India Bangladesh border news: আর রেয়াত নয়, এবার বেড়া দিতে বাধা দিলেই…নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সীমান্তে কী কী ব্যবস্থা, জানাল ভারত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India Bangladesh border news: বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তার পাশাপাশি এবার সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত ঝামেলা নিয়ে মুখ খুলল ভারত। পাশাপাশি কী ব্যবস্থা নেবে তা-ই জানাল ভারত।
advertisement
1/6

সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে বিএসএফ। কোথাও কোথাও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গেও বচসা বেঁধেছিল বিএসএফের, সেখানে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও।
advertisement
2/6
এর পরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাও সীমান্তে বেড়া দেওয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। পাশাপাশি একতরফা বেড়া দিতে এলে বাংলাদেশের সীমান্ত বাহিনী তা প্রতিরোধ করবে এও জানিয়েছিলেন।
advertisement
3/6
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তার পাশাপাশি এবার সীমান্তে বেড়া দেওয়া নিয়ে মুখ খুলল ভারত। সীমান্তে কাঁটাতার না থাকা যে সীমান্তে অপরাধের অন্যতম কারণ সেই বিষয় শুক্রবার স্পষ্ট করে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল।
advertisement
4/6
সেই নিয়ে বিদেশ মন্ত্রক বলেছে, “আমরা বাংলাদেশের সঙ্গে মিলে সীমান্তে অপরাধ, পাচার- সহ সব রকম অপরাধমুক্ত করার জন্য বদ্ধপরিকর”। Image: PTI
advertisement
5/6
পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা হবে সেই প্রসঙ্গে তিনি বলেন, “সীমান্তে বেড়া দেওয়া, আলো লাগানো, সীমান্তে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো, গরুপাচার আটকানোর মতো পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
6/6
পাশাপাশি রণধীর জায়সওয়াল আরও জানান, এই বিষয়ে আগে যে সব আলোচনা হয়েছিল, তা কার্যকর করা হবে। বাংলাদেশের সহযোগিতাও এই নিয়ে প্রার্থনা করছে ভারত। অর্থাৎ সীমান্তে অপরাধ রুখতে কাঁটাতার যে গুরুত্বপূর্ণ সেই বার্তার পাশাপাশি ভারত যে কাঁটাতার দিতে বদ্ধ পরিকর তা-ও জানায় বিদেশ মন্ত্রক।