TRENDING:

আবারও রাজপরিবারের প্রচলিত রীতি ভাঙলেন হ্যারি-মেগান, ছেলের নাম দিলেন আর্চি হ্যারিসন

Last Updated:
advertisement
1/11
প্রচলিত রীতি ভাঙলেন হ্যারি-মেগান, ছেলের নাম দিলেন আর্চি হ্যারিসন
• এমন নামের বড় একটা চল নেই রাজ পরিবারে ৷ ঐতিহ্যময়, খাঁটি ব্রিটিশ নামই এতদিন পর্যন্ত নতুন সদস্যের নামকরণের ক্ষেত্রে ব্যবহার করা হত ৷
advertisement
2/11
• তবে বরাবরের মতো এবারও সেই প্রাচীন রীতি ভাঙলেন হ্যারি-মেগান ৷ ছেলের নাম রাখলেন আর্চি ৷
advertisement
3/11
• এমনকি নামের প্রথমে আর্ল বা প্রিন্সও জুড়তে দেননি তাঁরা ৷ নামের পরে অবশ্য হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর ৷
advertisement
4/11
• ব্রিটেনের রাজপরিবারের সদস্যদের নামের পিছনে যে মাউন্টব্যাটেন-উইন্ডসর ব্যবহার হয়, তার সূচনা হয় ১৯৬০ সালে। এই পদবীতে রানি এলিজাবেথ ও তাঁর স্বামী প্রিন্স ফিলিপের দুজনের পদবী জুড়ে দেওয়া হয়েছে।
advertisement
5/11
• আর্চি নামটা একেবারেই আমেরিকান ৷ আর্চি নামের একটি কার্টুন চরিত্রের খাতিরেই এর জনপ্রিয়তা ৷ এই নামের অর্থ সাহসী ৷
advertisement
6/11
• সত্যিই নতুন সদস্যের নামকরণের ক্ষেত্রে সাহসীকতার পরিচয় দিলেন হ্যারি-মেগান ৷
advertisement
7/11
• গত সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ২৬ মিনিটে মেগানের কোল আলো করে আসে রাজপরিবারের নতুন এই সদস্য।
advertisement
8/11
• সোমবার পুত্র সন্তান হওয়ার খবর জানানোর সঙ্গে প্রিন্স হ্যারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন ৷ রয়্যাল বেবির ওজন হয়েছে ৭ পাউন্ড ৷
advertisement
9/11
• আর্চি হ্যারিসন ব্রিটিশ রাজ সিংহাসনের সপ্তম দাবিদার ৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবা-মায়ের সঙ্গে উইন্ডসর ক্যাসেলে প্রবেশ করে বেবি সাসেক্স ৷ ক্যাসেলের সেন্ট জর্জ হলে রয়্যাল বেবির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন মেগান ও হ্যারি ৷
advertisement
10/11
• গত বছর ১৯ মে বিয়ে হয়েছিল মেগান-হ্যারির ৷ এই হলেই তাঁদের রিসেপশন হয়েছিল এক বছর আগে ৷ বিয়ের সময়ও রাজপরিবারের কড়া অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন হ্যারি ৷
advertisement
11/11
• মেগানই এই পরিবারের প্রথম আধা-কৃষ্ণাঙ্গ আমেরিকান, ডিভোর্সি, অভিনেত্রী বৌ ৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
আবারও রাজপরিবারের প্রচলিত রীতি ভাঙলেন হ্যারি-মেগান, ছেলের নাম দিলেন আর্চি হ্যারিসন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল