TRENDING:

Real Life Mermaid: সত্যিকারের জলপরী এই মহিলা! জলে থাকার জন্য টাকাও পাচ্ছেন

Last Updated:
Real Life Mermaid : গল্পে শুনেছেন বা সিনেমায় দেখেছেন জলপরী। বাস্তবের জলপরীকে চিনে নিন।
advertisement
1/6
সত্যিকারের জলপরী এই মহিলা! জলে থাকার জন্য টাকাও পাচ্ছেন
জলপরী। এমন কিছু আবার হয় নাকি! গল্পে হয়তো পড়েছেন জলপরীর কথা। বা সিনেমায় দেখেছেন। তবে এই মহিলা বাস্তবের জলপরী।
advertisement
2/6
নাওমি ট্রট (Naomi Trott) নামের এই মহিলা জলের নিচে ৪ মিনিট পর্যন্ত থাকতে পারেন। তবে সেটা একদিনে হয়নি। দীর্ঘদিন ট্রেনিং-এর পর হয়েছে।
advertisement
3/6
ব্রিস্টলে থাকেন নওমি। পেশায় আর্কিওলজিস্ট। নেশায় মারমেড বা জলপরী। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপরী হিসেবে পারফর্ম করেন এই মহিলা।
advertisement
4/6
সপ্তাহের বাকি দিনগুলি চাকরি করে কাটে নওমির। তবে তিনটে দিন তিনি জলপরী হয়ে বাচ্চাদের আনন্দ দেন। ট্যাঙ্কের জলে জলপরীর সাজে তিনি অন্য জলজ প্রাণীদের সঙ্গে সাঁতার কাটেন।
advertisement
5/6
২০১৯ সাল থেকে জলপরীর হিসেবে পারফর্ম করেন নওমি। সাধারণত ২০ মিনিট পারফর্ম করতে হয় প্রতি শিফটে। খেয়াল রাখতে হয়, জলে থাকা অন্য জীবরা যেন আহত না হয়!
advertisement
6/6
ছোট থেকেই জলে থাকতে ভালবাসতেন নওমি। তবে জলপরী হিসেবে পারফর্ম করবেন বলে কখনও ভাবেননি। বাস্তবের জলপরী হয়ে উঠতে তাঁকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Real Life Mermaid: সত্যিকারের জলপরী এই মহিলা! জলে থাকার জন্য টাকাও পাচ্ছেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল