TRENDING:

Condom King Stanley Ngara: লোকে বলে 'কন্ডোম কিং', রাজার মতো সেজে কন্ডোম বিলি করেন ইনি!

Last Updated:
Condom King Stanley Ngara:: কন্ডোম কিং। সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা আপনাকে মুগ্ধ করবে।
advertisement
1/5
লোকে বলে 'কন্ডোম কিং', রাজার মতো সেজে কন্ডোম বিলি করেন ইনি!
বিশ্বের বহু দেশে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি সেই চ্যালেঞ্জ সামলাতেই সরকারকে সাহায্য করেন। আর এই কাজ করতে গিয়ে কখন যে তাঁর নাম কন্ডোম কিং হয়ে গিয়েছে, তা তিনি নিজেও জানেন না!
advertisement
2/5
কন্ডোম। শব্দটা শুনলে এখনও প্রত্যন্ত গ্রামের মানুষ মুখ ফিরিয়ে নেন। লজ্জা হোক বা সঙ্কোচ, এই প্রয়োজনীয় জিনিসটির ব্যাপারে প্রকাশ্যে কথা বলতে চান না অনেকেই। আর সেইসব মানুষকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন এই কন্ডোম কিং।
advertisement
3/5
স্ট্যানলি নাগারা কেনিয়ার বাসিন্দা। তবে এখন গোটা আফ্রিকাতেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। লোকে তাঁকে ডাকে কন্ডোম কিং নামে। এই নামে তিনিও খুশি। রাজার মতো সেজে কন্ডোম বিলি করেন তিনি। আর মানুষকে বোঝান, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে কন্ডোমের বিকল্প নেই।
advertisement
4/5
নাইরোবির অলি-গলিতে বিনামূল্যে কন্ডোম বিলি করেন এই ব্যক্তি। শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, HIV প্রতিরোধেও কন্ডোমের জুড়ি মেলা ভার। গত কয়েক বছর ধরে মানুষকে সেটাই বুঝিয়ে আসছেন তিনি।
advertisement
5/5
কয়েক বছর আগে স্ট্যানলির এক খুব কাছের বন্ধু এইচআইভি-তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তার পর থেকে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। মানুষকে বোঝান, যৌনতা নিয়ে কথা বলার মধ্যে কোনও লজ্জা নেই। তিনি বোঝান, কন্ডোম ব্যবহারের সুফল সম্পর্কে। কেউ হাসে, কেউ তাঁর এই কাজের মূল্য বোঝে। তবে তিনি সব কিছুর উর্ধ্বে উঠে মানুষকে বোঝানোর কাজ করছেন বছরের পর বছর ধরে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Condom King Stanley Ngara: লোকে বলে 'কন্ডোম কিং', রাজার মতো সেজে কন্ডোম বিলি করেন ইনি!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল