বিশাল Solar Storm পৃথিবীতে আছড়ে পড়তে পারে, গ্লোবাল Internet Black Out-র আতঙ্কে প্রহর গুনছে দুনিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Massive solar storm: আসছে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়ার মতো সৌরঝড়, পরিণাম মারাত্মক
advertisement
1/4

#নয়াদিল্লি: সৌরঝড় (Solar storms) মহাবিশ্বের অন্যতম আশ্চর্য জিনিস৷ যদিও সামনেই একটা বড় সৌরঝড় আসছে যা সবকিছু লণ্ডভণ্ড করে দিতে পারে৷ এমনটাই সম্ভবনার কথা বলছে ওয়াকিবহাল মহল৷ যার জেরে সব ভেস্তে যেতে পারে ইন্টারনেট পরিষেবা ৷ যাকে বলছে internet apocalypse বলা হচ্ছে৷ এই ইন্টারনেটহীণ পরিস্থিতি মাসের পর মাস চলতে পারে৷
advertisement
2/4
রিসার্চ আয়োজন করেছে Sangeetha Abdu Jyothi - ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়. ইরভাইন, VMware Research৷ তিনি ২০২১ এ ডাটা কমিউনিকেশন কনফারেন্সে তাঁর রিসার্চ প্রেজেন্ট করেন৷ রিসার্চের শিরোনাম "Solar Superstorms: Planning for an Internet Apocalypse" এতে বলা হয়েছে ১.৬ শতাংশ থেকে ১২ শতাংশ চান্স রয়েছে সৌরঝড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট হতে পারে যা আমাদের ডিজিটাল পৃথিবীকে পুরোপুরি নষ্ট করে দেবে৷ তিনি আরও বলেছেন এই বড় ঝড়টি আসলে সুপার সৌরঝড়, এটাকে ব্ল্যাক সোয়ান ইভেন্টের সঙ্গে তুলনা করা হয়েছে৷
advertisement
3/4
সমুদ্রের তলা দিয়ে যে কেবল যুক্ত রয়েছে যা বিভিন্ন মহাদেশকে যুক্ত করে তার পক্ষে খুবই ক্ষতিকারক হতে পারে৷
advertisement
4/4
ফাইবার অপটিক কেবলগুলি কারণ নিয়মিত বিরতিতে বর্তমানকে বাড়িয়ে তোলা রিপিটারগুলি ব্যর্থতার জন্য অত্যন্ত সংবেদনশীল, এবং তাই সৌর ঝড়ের সময় ঝুঁকি তৈরি করে৷