TRENDING:

Heatwave 2024: তুমুল তাপপ্রবাহে জেরবার, কাজ করছে না এসি,কুলার, বরফের টুকরো বিকোচ্ছে কয়েক হাজার টাকায়

Last Updated:
Massive Heatwave: রাতেও তাপমাত্রা নাকি একাধিক জায়গায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না৷
advertisement
1/5
তুমুল তাপপ্রবাহে জেরবার, কাজ করছে না এসি,কুলার,বরফের টুকরো বিকোচ্ছে হাজার টাকায়
:  পশ্চিম আফ্রিকার দেশ মালিতে হিটওয়েভের দাপট চরমে৷ গরমে সাধারণ মানুষের জীবনধারণই দায়৷ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে ঘরে খেলা করছে৷ পরিস্থিতি এমন যে এসি, কুলার, ফ্রিজ কোনও কিছুই কাজ করছে না৷ হাসপাতালে থরেথরে রোগী ভর্তি হয়ে যাচ্ছে৷ ডিহাইড্রেশন, পেট খারাপ নিয়ে বহু রোগী ভর্তি হচ্ছেন মালির হাসপাতালগুলিতে৷
advertisement
2/5
মালির রাজধানী বমাকো সমেত বিস্তৃর্ণ এলাকা বিদ্যুৎ সংকটও চরমে উঠেছে৷ মালিতে এর আগেও বিদ্যুৎ সংকট ছিল৷ এখন গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্যা আরও গুরুতর হয়ে উঠছে৷ এত লোডশেডিংয়ের কারণে মালিতে প্রবলভাবে বরফের চাহিদা বৃদ্ধি পেয়েছে৷
advertisement
3/5
এমন পরিস্থিতি যে দুধ , পাঁউরুটির মতো খাদ্যসামগ্রীর থেকেই এখন বেশি দামে বিকোচ্ছে বরফ৷ কোথাও কোথাও বরফের টুকরোর দাম ৫০০ ফ্রাঙ্কস পর্যন্ত পৌঁছে গেছে৷  ভারতীয় মুদ্রায় যা ৩,৬৪৪ টাকার মতো৷ এইভাবে বরফের দাম রোজ রোজ বাড়ছে৷ মালিতে দুধ -পাঁউরুটির মতো খাদ্যসামগ্রীর দাম ২০০ ফ্র্যাঙ্কসের মতো৷ অর্থাৎ কতটা বেশি দাম তা সকলেই বুঝতে পারছেন৷
advertisement
4/5
বিবিসি-র রিপোর্ট অনুসারে একাধিক এলাকা থেকে এই ধরণের খবর আসছে৷ একাধিক জায়গায় রাতের তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস থাকছে৷ ভীষণ গরমের কারণে ডিহাইড্রেশন, লুজ মোশন, কাশি, জ্বর এবং নিঃশ্বাসের কষ্টের মতো রোগে জর্জরিত হয়ে যাচ্ছে৷ একাধিক জায়গায় জলের মারাত্মক অভাব চলছে৷
advertisement
5/5
ভীষণ  গরমের কারণে এলাকার স্কুল -কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ মানুষজনকে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে৷ হিটওয়েভ থেকে বাঁচার জন্য আইস কউবের ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Heatwave 2024: তুমুল তাপপ্রবাহে জেরবার, কাজ করছে না এসি,কুলার, বরফের টুকরো বিকোচ্ছে কয়েক হাজার টাকায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল