TRENDING:

‌করোনা যুদ্ধের ত্রাণের টাকা চুরি করে ল্যাম্বরগিনি!‌ পুলিশ ধরল হাতেনাতে

Last Updated:
সারা পৃথিবী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে একে ওপরের পাশে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষও এগিয়ে আসছেন সাধ্যমতো। কিন্তু এক্ষেত্রে যা ঘটেছে, তা দেখলে অবাক হয়ে যেতে হয়।
advertisement
1/5
‌করোনা যুদ্ধের ত্রাণের টাকা চুরি করে ল্যাম্বরগিনি!‌ পুলিশ ধরল হাতেনাতে
• করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল ত্রাণের টাকা, সেই টাকাই চুরি করে নিজের ল্যাম্বরগিনি গাড়ি কিনল ফ্লোরিডার এক যুবক। পরে অবশ্য তার জালিয়াতি ধরা পড়ল হাতে নাতে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
2/5
• আমেরিকাতে সরকার অনেকক্ষেত্রেই বিভিন্ন সংস্থাকে ঋণ দিয়ে সাহায্য করছে, এই লকডাউন ও করোনা ভাইরাসের সময়ে তৈরি হওয়া আর্থির সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই খাতেই একটি সরকারি ব্যাঙ্কে ১৩.‌৫ মিলিয়ন মার্কিন ডলারের জন্য আবেদন জানিয়েছিল ২৯ বছরের ডেভিড টি হাইনেস। (‌প্রতীকী ছবি)‌
advertisement
3/5
• একাধিক কোম্পানির নাম করে সে ঋণের জন্য আবেদন করে। মিথ্যে সেই ঋণের আবেদনে সাড়া দেয় ব্যাঙ্ক। মোট তবে ৩.‌৯ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করে। আর সেই টাকার মধ্যে ৩ লক্ষ ১৮ হাজার মার্কিন ডলার খরচ করে একটি ল্যাম্বরগিনি কিনে ফেলে হাইনেস। (‌প্রতীকী ছবি)‌
advertisement
4/5
• প্রশাসনের অভিযোগ কোনওরকম বেতন দেওয়া বা কোম্পানির খাতে খরচ করা নয়, নিজের বিলাসবহুল জীবনের পিছনে এই ঋণের টাকা খরচ করছিল হাইনেস। একটি রিসর্টও নাকি কিনেছিল সে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
5/5
• সেই কারণেই গত সপ্তাহে তাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। গাড়ি ও নগদে প্রায় ৩.‌৪ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করে প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন, ছোট ও মাঝারি মাপের বাণিজ্যের অর্থ সাহায্য করতে সরকার ঋণ দেবে। সেই খাতেই এই ঋণ দেওয়া হয়েছিল। (‌প্রতীকী ছবি)‌
বাংলা খবর/ছবি/বিদেশ/
‌করোনা যুদ্ধের ত্রাণের টাকা চুরি করে ল্যাম্বরগিনি!‌ পুলিশ ধরল হাতেনাতে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল