Europe Tour: বড়দিনের ছুটিতে ইউরোপে যেতে চাইছেন? দেখে নিন কোন কোন দেশ অত্যন্ত কম সময়ে শেঙ্গেন ভিসা দিচ্ছে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sayani Rana
Last Updated:
ইউরোপ ভ্রমণের জন্য সেরা সময় হল বড়দিন। কারণ এই সময় উৎসবের আলোয় সেজে ওঠে চারপাশ। বিরাজ করে আনন্দের আমেজ।
advertisement
1/6

ইউরোপ ভ্রমণের জন্য সেরা সময় হল বড়দিন। কারণ এই সময় উৎসবের আলোয় সেজে ওঠে চারপাশ। বিরাজ করে আনন্দের আমেজ। শেঙ্গেন এলাকার একাধিক দেশে ভ্রমণ করতে চাইলে প্রয়োজন হবে শেঙ্গেন ভিসার। যার ফলে ২৭ সদস্যের রাষ্ট্রে ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন ভ্রমণার্থীরা। আর শেঙ্গেন ভিসাও ঝঞ্ঝাটমুক্ত। এমনকী শেষ মুহূর্তে এই ভিসার জন্য আবেদন করা হলেও তেমন সমস্যা হয় না। যে দেশের জন্য ভিসা আবেদন করা হচ্ছে, তার উপর ভিত্তি করে প্রসেসিংয়ের সময় হয় ১৫ থেকে ৬০ দিনের মধ্যে। চাপমুক্ত হতে চাইলে বুঝেশুনে দেশ নির্বাচন করতে হবে।
advertisement
2/6
স্যুইৎজারল্যান্ড: সবথেকে সহজে এবং দ্রুত এই দেশের শেঙ্গেন ভিসা পেতে পারেন ভারতীয়রা। এমনকী এখানকার রিজেকশন রেট ৬ শতাংশেরও কম। আর প্রসেসিংয়ের সময় মাত্র ১৫ দিনের কাছাকাছি। থার্ড-পার্টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার জন্য আবেদন করা যেতে পারে। আর স্যুইৎজারল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্যের কথা কে না জানেন। বরফে ঢাকা পাহাড়, ছবির মতো সুন্দর গ্রাম, সুস্বাদু চকোলেট - এখানকার মূল আকর্ষণ।
advertisement
3/6
মাল্টা: এই দেশের জন্যও সহজে শেঙ্গেন ভিসা মেলে। রিজেকশন রেট মাত্র ৮ শতাংশ। যা খুবই কম। আর প্রসেসিংয়ের সময়ও ১৫ দিনের কাছাকাছি। অনলাইনে আবেদন করা যায় এর জন্য। বড়দিনের মরশুমে রোদ্দুর ঝলমলে এই স্থানে গেলে মন ভাল হয়ে যায়। এখানকার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং খানাপিনা উপভোগ করারও সুযোগ মিলবে।
advertisement
4/6
স্পেন: বড়দিনের মরশুমে ছুটি কাটানোর দারুণ জায়গা হতে পারে প্রাণবন্ত এবং বৈচিত্র্যপূর্ণ স্পেন। আর ভারতীয়রা সহজেই শেঙ্গেন ভিসা পেয়ে যেতে পারবেন। আর রিজেকশন রেটও খুবই কম প্রায় ৯ শতাংশের কাছাকাছি। আর প্রসেসিংয়ের সময়ও মাত্র ১৫ দিনের কাছাকাছি। ঘরে বসেই এই ভিসার জন্য আবেদন করা যাবে।
advertisement
5/6
লিথুয়ানিয়া: লিথুয়ানিয়ার ভিসা অ্যাপ্রুভ্যাল রেট প্রচণ্ড বেশি প্রায় ৯৮.৭ শতাংশ। আর প্রসেসিংয়ের সময়ও মাত্র ১৫ দিনের কাছাকাছি। থার্ড পার্টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন করা যেতে পারে। মধ্যযুগের ধাঁচে তৈরি দুর্গ, গির্জা, ঐতিহ্যবাহী বাজার এখানকার মূল আকর্ষণ।
advertisement
6/6
ফিনল্যান্ড: ভিসা অ্যাপ্রুভ্যাল রেট অত্যন্ত বেশি প্রায় ৯৮.৩ শতাংশ। আর প্রসেসিংয়ের সময়ও ১৫ দিনের কাছাকাছি। আর ঘরে বসেই এই ভিসার জন্য আবেদন করা যেতে পারে। বড়দিনের মরশুমে ফিনল্যান্ডে যাওয়ার মজাই আলাদা। সান্টা ক্লজ ভিলেজ, মেরুজ্যোতি এবং রেনডিয়ারে টানা স্লেজ গাড়ি এখানকার অন্যতম প্রধান আকর্ষণ।