TRENDING:

Left Handers Day 2021 : বাঁহাতি ক্লাবের সেরা দশ কারা? দেখে নিন চমকদার সেই 'মেগা' তালিকা...

Last Updated:
Left Handers Day 2021 : বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ ডান হাতের পরবর্তে বাম হাত ব্যবহার করতেই স্বচ্ছন্দ্র। আসুন এই বিশেষ দিনটিতে সেরা ১০ বামহাতি ব্যক্তিত্বকে দেখে নেওয়া যাক।
advertisement
1/10
বাঁহাতি ক্লাবের সেরা দশ কারা? দেখে নিন চমকদার সেই 'মেগা' তালিকা...
আজ বিশ্ব বাম-হাতি দিবস, সহজ ইংরাজিতেই বেশি জনপ্রিয় Lefthanders Day (লেফটহ্যান্ডার্স ডে)। বামহাতিদের স্বতন্ত্রতা আর পার্থক্যগুলি এদিন আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠে। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ ডান হাতের পরবর্তে বাম হাত ব্যবহার করছেই স্বাচ্ছন্দ্র। আসুন এই বিশেষ দিনটিতে সেরা ১০ বামহাতি ব্যক্তিত্বকে দেখে নেওয়া যাক। 
advertisement
2/10
বারাক ওবামা : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাম-হাতি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বামহাতি রাষ্ট্রপতির তালিকাটা একটু বেশি লম্বা। তালিকায় রয়েছে জেমস গারফিল্ড, হাবার্ট হুভার, হ্যারি ট্রুম্যান। রোনাল্ড হুভার, জর্জ বুশ, বিল ক্লিন্টন।
advertisement
3/10
নরেন্দ্র মোদি : আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় বামহাতি ক্লাবের অন্যতম সদস্য। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের প্রধানই গোটা দেশ চালান বাম হাতে।
advertisement
4/10
শচীন তেন্ডুলকর : ভারতীয় ক্রিকেটের ভগবান মাস্টার ব্লাস্টার শচীনও একজন বামহাতি। বামহাতের জাদুতেই ক্রিকেট দুনিয়া মাতিয়েছিলেন তিনি। একের পর এক রেকর্ডও করেছেন বাঁহাতে। এই বিশেষ দিনে শচীন টুইট করে বলেছেন আমি বাঁহাতি হতে পারি কিন্তু সবসময় সঠিক।
advertisement
5/10
অমিতাভ বচ্চন : বাঁ-হাতি তালিকায় রয়েছেন দেশের সেরা অভিনেতা বিগ-বি। দাদা সাহেব ফালকে সম্মান প্রাপ্ত লিভিং লিজেন্ড একাধিক সিনেমায় বাঁহাতের ব্যবহার দেখিয়েছেন। যা প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের।
advertisement
6/10
বিল গেটস : মাইক্রো সফটের প্রতিষ্ঠা বিল গেটসই একজান বাঁ-হাতি ক্লাবের সদস্য। বিশ্বের চতুর্থতম ধনী ব্যক্তি তিনি।
advertisement
7/10
মার্ক জুকারবার্গ : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকার বার্গও বাঁহাতি ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্ব ধনীর তালিকায় তিনি পঞ্চম।
advertisement
8/10
স্টিভ জোবস : অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবসও বাঁহাতি। আইটি ওয়ার্ল্ডে তিনি একজন গুরু হিসেবেই খ্যাত।
advertisement
9/10
অপারা উইনফ্রে : হোস্ট হিসেবেই তাঁকে বিশ্ব চেনে। সবথেকে বেশি টক শোর সঞ্চালক উইনফ্রেকে মিডিয়া সাম্রাজ্যের রানি হিসেবেই স্বীকৃত দিয়েছে বিশ্ববাসী। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া উইনফ্রে বিশ শকতের সবথেকে ধনী আফ্রো-আমেরিকান।
advertisement
10/10
অপারা উইনফ্রে : হোস্ট হিসেবেই তাঁকে বিশ্ব চেনে। সবথেকে বেশি টক শোর সঞ্চালক উইনফ্রেকে মিডিয়া সাম্রাজ্যের রানি হিসেবেই স্বীকৃত দিয়েছে বিশ্ববাসী। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া উইনফ্রে বিশ শকতের সবথেকে ধনী আফ্রো-আমেরিকান।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Left Handers Day 2021 : বাঁহাতি ক্লাবের সেরা দশ কারা? দেখে নিন চমকদার সেই 'মেগা' তালিকা...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল