Vijay Mallya Lalit Modi Party: '৩১০ জনের সঙ্গে দুর্দান্ত রাত কাটালাম!' গলায় গলা মিলে গেল মোদি-মালিয়ার! বিশেষ রাতে কী করলেন দুই 'প্রতারক' জানেন! শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Vijay Mallya Lalit Modi Party: ললিত মোদি লন্ডনে তাঁর বাড়িতে অনুষ্ঠিত সেই জমকালো পার্টির একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "এই অনুষ্ঠানে বিশেষভাবে ভ্রমণকারী ৩১০ জন বন্ধু এবং পরিবারের সঙ্গে একটি দুর্দান্ত রাত কাটিয়েছি"।
advertisement
1/8

বিতর্ক, সমালোচনা, ধিক্কার- কোনওটাই তো বড় কম নেই তাঁদের নিয়ে। দেশের টাকা তছরুপ করে ঘাঁটি গেড়েছেন বিদেশে, পায়ের উপর পা তুলে বসে আইনকেও ফাঁকি দিয়ে চলেছেন দিব্যি! ফলে, মন তো খুশিতে ভরপুর থাকবেই! তারই সোচ্চার উদযাপন দেখা গেল লন্ডনের এক পার্টিতে। গলায় গলা মিলিয়ে গান গাইতে দেখা গেল ললিত মোদি আর বিজয় মালিয়াকে।
advertisement
2/8
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাক্তন মালিক ললিত মোদি সম্প্রতি তাঁর ৩১০ জন বন্ধু এবং পরিবারের সঙ্গে লন্ডনে একটি বার্ষিক গ্রীষ্মকালীন পার্টির আয়োজন করেছিলেন, সেই পার্টিতে উপস্থিতদের মধ্যে একজন ছিলেন তাঁর "ভাল বন্ধু" বিজয় মালিয়া।
advertisement
3/8
ললিত মোদি লন্ডনে তাঁর বাড়িতে অনুষ্ঠিত সেই জমকালো পার্টির একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "এই অনুষ্ঠানে বিশেষভাবে ভ্রমণকারী ৩১০ জন বন্ধু এবং পরিবারের সঙ্গে একটি দুর্দান্ত রাত কাটিয়েছি"। সঙ্গে সেই সন্ধ্যায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এটাও উল্লেখ করতে ভোলেননি মোদি যে সবার উপস্থিতি এই তারিখটিকে তাঁর জন্য সবচেয়ে বিশেষ রাতগুলির মধ্যে একটি করে তুলেছে।
advertisement
4/8
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় গায়ক কার্লটন ব্রাগানজা এবং প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল, যাঁকে আবার মোদির জন্য বিশেষ ভাবে একটি ব্যাটে স্বাক্ষরও করতে দেখা গিয়েছে। তবে, এই পার্টির মূল আকর্ষণ ছিল মোদি এবং মালিয়ার কারাওকেতে ফ্রাঙ্ক সিনাত্রার আই ডিড ইট মাই ওয়ে গান গাওয়া।
advertisement
5/8
ব্রাগানজা এবং গেইলকে ধন্যবাদ জানিয়ে মোদি লিখেছেন, "আশা করি এই ভিডিওটি ইন্টারনেটে আলোড়ন তুলবে না। অবশ্যই বিতর্কিত। কিন্তু আমি এটাই সবচেয়ে ভাল করি"।
advertisement
6/8
এর আগে, ক্রিস গেইলও বিজয় মালিয়া এবং ললিত মোদির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। "আমরা উপভোগ করছি। একটি সুন্দর সন্ধ্যার জন্য ধন্যবাদ," তিনি তাঁর ইনস্টাগ্রামে ও কথা উল্লেখ করেছিলেন।
advertisement
7/8
ললিত মোদি, যিনি পূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাঁর বিরুদ্ধে বিড-কারচুপি, অর্থ পাচার এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন, ১৯৯৯ (FEMA) লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অননুমোদিত তহবিল স্থানান্তর সহ আর্থিক অসদাচরণের অভিযোগে তদন্ত চলাকালীন তিনি ২০১০ সালে ভারত ছেড়ে চলে যান।
advertisement
8/8
অন্য দিকে, বিজয় মালিয়া এসবিআই-নেতৃত্বাধীন একটি কনসর্টিয়ামের ৯,০০০ কোটি টাকারও বেশি ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত, যার মধ্যে তাঁর বিলুপ্ত কিংফিশার এয়ারলাইনসও জড়িত। মালিয়া ২০১৬ সালে যুক্তরাজ্যে চলে যান এবং ২০১৯ সালে তাঁকে পলাতক ঘোষণা করা হয়। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।