TRENDING:

Vladimir Potanin | Russia Ukraine War: পুতিন নন, ইনি ভ্লাদিমির পোটানিন, রাশিয়ার সবচেয়ে বড়লোক! তাঁর সঙ্গে কী করল আমেরিকা?

Last Updated:
Vladimir Potanin | Russia Ukraine War: এক মাস আগে, ভ্লাদিমির পোটানিন নিউইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনের উপদেষ্টা বোর্ডে এবং ম্যানহাটনের গুগেনহেইম মিউজিয়ামের ট্রাস্টিদের মধ্যে বিশ্বের আর্থিক ও ব্যবসায়িক অভিজাতদের পাশাপাশি বসেছিলেন।
advertisement
1/5
পুতিন নন, ইনি ভ্লাদিমির পোটানিন, রাশিয়ার সবচেয়ে ধনী! তাঁর সঙ্গে যা করল আমেরিকা..
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রাশিয়ান ধনকুবেররা। দেশটির ওপর পশ্চিম দেশগুলির কঠোর নিষেধাজ্ঞার ফলেই বিপুল পরিমাণ অর্থ হারাচ্ছেন তারা। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছেন ভ্লাদিমির পোটানিন (Vladimir Potanin)। রাশিয়ার সবথেকে ধনকুবের ব্যক্তি তিনিই।
advertisement
2/5
এক মাস আগে, ভ্লাদিমির পোটানিন নিউইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনের উপদেষ্টা বোর্ডে এবং ম্যানহাটনের গুগেনহেইম মিউজিয়ামের ট্রাস্টিদের মধ্যে বিশ্বের আর্থিক ও ব্যবসায়িক অভিজাতদের পাশাপাশি বসেছিলেন। সেই ক্ষমতার বৃত্তে ছিলেন টম হিল, প্রাক্তন ব্ল্যাকস্টোন ইনকর্পোরেটেড এক্সিকিউটিভ। কিন্তু গত দুসপ্তাহে পোটানিন উভয় বোর্ড থেকে বাদ পড়েছেন।
advertisement
3/5
গত দুই দশকের বেশিরভাগ সময় ধরে, কলা, অলাভজনক এবং শিক্ষায় আমেরিকান সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি ইতিহাসের বাইরে দেখতে ইচ্ছুক। কারণ রাশিয়ার সাথে যুক্ত বিলিয়নেয়াররা তাদের সম্পদ অর্জন করেছে রকেট গতিতে৷ পোটানিনকে কয়েক বছর আগে একটি প্রদর্শনী হকি খেলায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রকাশ্যে দেখা গিয়েছিল।
advertisement
4/5
রাশিয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়তে শুরু হয়েছে রাশিয়ার ধনকুবেরদের উপর। শীঘ্রই আমেরিকার তালিকায় আরও কিছু রাশিয়ার ধনকুবেরদের নাম আসতে চলেছে। তার সম্পদ এক দশমিক সাত বিলিয়ন ডলার কমে ১৯ দশমিক পাঁচ বিলিয়ন ডলার হয়েছে। রাশিয়ান ধনকুবের ভ্লাদিমির পোটানিন তার সম্পদের এক চতুর্থাংশ হারিয়েছেন।
advertisement
5/5
ডলারভিত্তিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভোলগা গ্রুপের নিয়ন্ত্রণকারী গেনাডি টিমচেঙ্কোর। তার সম্পদ ২২ বিলিয়ন ডলার থেকে ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া রাশিয়ার গ্যাস কোম্পানি নোভেটেকের প্রধান নির্বাহী লিওনিড মিখেলসন ১০ দশমিক পাঁচ বিলিয়ন ডলার হারিয়েছেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Vladimir Potanin | Russia Ukraine War: পুতিন নন, ইনি ভ্লাদিমির পোটানিন, রাশিয়ার সবচেয়ে বড়লোক! তাঁর সঙ্গে কী করল আমেরিকা?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল