TRENDING:

Poisonous Tree: আসে আত্মহত্যার চিন্তা, একঘেয়েমি কাটাতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ রোপণ শিক্ষকের! তারপরের ঘটনা মারাত্মক

Last Updated:
Poisonous Tree: এত বিপদের কথা জানা সত্ত্বেও পেশায় গৃহশিক্ষক ৪৯ বছর বয়সি ড্যানিয়েল তার বাড়িতে ‘জিম্পি-জিম্পি’ গাছ লাগিয়েছেন।
advertisement
1/5
একঘেয়েমি কাটাতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ রোপণ শিক্ষকের! পরের ঘটনা অবাক করা
বাড়িতে বসে একঘেয়ে লাগছিল। শুধু সেই একঘেয়েমি কাটাতেই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ বাড়িতে রোপণ করে বসলেন ব্রিটেনের এক বাসিন্দা। ওই ব্রিটিশ নাগরিকের নাম ড্যানিয়েল এমলিন জোনস। ওই ব্যক্তি নিজের বাড়িতেই রোপণ করেছেন পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছ ‘জিম্পি-জিম্পি’, যা আদতে ‘অস্ট্রেলিয়ান স্টিঙ্গিং ট্রি’ নামে পরিচিত। এই গাছের এক হুলে মাসের পর মাস ব্যথায় কাতরাতে থাকেন এক জন সুস্থ-সবল মানুষও। এমনকি এই গাছের হুল শরীরে ফুটলে এতটাই যন্ত্রণা হয় যে, মানুষের মনে আত্মহত্যার চিন্তাও আসে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
2/5
এত বিপদের কথা জানা সত্ত্বেও পেশায় গৃহশিক্ষক ৪৯ বছর বয়সি ড্যানিয়েল তার বাড়িতে ‘জিম্পি-জিম্পি’ গাছ লাগিয়েছেন। তবে বাড়ির মধ্যে গাছটিকে অতি যত্নে এবং সাবধানেই রেখেছেন তিনি। গাছটি সকলের নাগালের বাইরে রাখতে একটি খাঁচার ভিতরে সেটিকে রেখেছেন। খাঁচার বাইরে ‘বিপজ্জনক’ লিখে সতর্কবার্তাও লাগিয়ে দিয়েছেন ওই গৃহশিক্ষক।
advertisement
3/5
ড্যানিয়েল জানিয়েছেন, তিনি বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে পড়েছিলেন। তাই ঠিক করেন জীবনে সাহসী কিছু কাজ করবেন। আর এরপরই বাড়িতে ‘জিম্পি-জিম্পি’ গাছ রোপণের সিদ্ধান্ত নেন তিনি।
advertisement
4/5
কী ভাবে বাড়িতে রোপণ করা যেতে পারে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ’? সেই উত্তরও জানিয়েছেন ড্যানিয়েল। তিনি বলেন, ‘‘অনলাইনে এই গাছের বীজ কিনতে পাওয়া যায়। তবে এই গাছ রোপণ করতে হলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে টবে গাছ রোপণ করবেন, তার বাইরে আর কোথাও যেন ওই গাছের বীজ না পড়ে থাকে।’’
advertisement
5/5
যখন এই গাছ হুল ফোটায় তখন মনে হয়, যেন কেউ সেই জায়গায় অ্যাসিড ঢেলে দিয়েছে। তবে এই গাছের বীজ সস্তায় পাওয়া যাবে না। ভারতীয় মুদ্রায় এই গাছের এক একটি বীজের দাম প্রায় সাড়ে হাজার টাকা।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Poisonous Tree: আসে আত্মহত্যার চিন্তা, একঘেয়েমি কাটাতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ রোপণ শিক্ষকের! তারপরের ঘটনা মারাত্মক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল