Russia Ukraine War: ইউক্রেনের আকাশে 'ঘোস্ট অফ কিভ'! তোলপাড় পড়েছে বিশ্বে, কী এই জিনিসটি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Russia Ukraine War: ইউক্রেনের প্রেসিডেন্টও রুখে দাঁড়ানোর আহ্বান দিচ্ছেন। এমনকী রুশ বাহিনীর বহু সৈন্য, রুশ যুদ্ধ বিমান ধ্বংসের দাবিও করেছে ইউক্রেন।
advertisement
1/5

ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া (Russia Ukraine War)। রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। কিন্তু সীমিত শক্তি নিয়েও রুখে দাঁড়াচ্ছে ইউক্রেন। প্রবল শক্তিধর রাশিয়ার বিরুদ্ধেও অস্ত্র হাতে পথে নামছেন সাধারণ মানুষও। ইউক্রেনের প্রেসিডেন্টও রুখে দাঁড়ানোর আহ্বান দিচ্ছেন। এমনকী রুশ বাহিনীর বহু সৈন্য, রুশ যুদ্ধ বিমান ধ্বংসের দাবিও করেছে ইউক্রেন।
advertisement
2/5
সে বিষয়ে ইতিমধ্যেই সামনে এসেছে একাধিক ছবি ও ভিডিও। যা নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। কিন্তু কোন ছবি বা ভিডিওটি (viral Video) সত্যি, তা নিয়েও সন্দেহ রয়েছে। রাশিয়া বা ইউক্রেন-দুটি দেশই চাইছে নিজের দেশ আর সেনা বাহিনীদের বীরগাঁথা নিয়ে নানা কাহিনী বাজারে আসছে।
advertisement
3/5
সেই রকমই একটি ভিডিও উঠে এসেছে আলোচনায়। যার নাম 'ঘোস্ট অফ কিভ' (Ghost of kyiv)। সেই জেটের ফাইটার পাইটলকেও এই নামে ডাকা হচ্ছে। যা নিয়ে এখন তুমুল আলোড়ন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
4/5
যেখানে দাবি করা হয়েছে ইউক্রেনের এক বিমান চালক পাঁচটি রুশ যুদ্ধ বিমানকে গুলি করে মাটিতে নামিয়ে এনেছেন। তবে ভিডিওটির সত্যতা এখনও পর্যন্ত প্রমাণ সাপেক্ষ। রাশিয়া বা ইউক্রেন দুটি দেশ এই বিষয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলেনি।
advertisement
5/5
তবে, ভিডিও অনুযায়ী দাবি করা হয়েছে, একটি ইউক্রেনীয় মিগ -২৯ (Mig-29) ফাইটার পাইলট 'গোস্ট অব কিয়েভ' পাঁচটি বা তারও বেশি রুশ বিমানকে মাটিতে নামিয়ে দিয়েছে। বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই প্রথম ACE। যুদ্ধের ব্যাকরণ অনুযায়ী যে বিমান চালক শত্রু পক্ষের কমপক্ষে পাঁচটি বিমান আকাশ থেকে মাটিতে এনে ফেলেছেন। যদিও এই খবরের সত্যতা এখনও পাওয়া যায়নি।