TRENDING:

Jyoti Malhotra: 'পাকিস্তানে জ্যোতিকে ঘিরে রেখেছিল একে ৪৭ হাতে ৬ জন, জামায় লেখা 'ভয় নেই'!' এরা কারা জানেন? নতুন ভিডিও ঘিরে বিরাট চাঞ্চল্য

Last Updated:
Jyoti Malhotra: দেশ থেকে পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। এবার তাঁর বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ করলেন এক স্কটিশ ইউটিউবার।
advertisement
1/10
'পাকিস্তানে জ্যোতিকে ঘিরে রেখেছিল একে ৪৭ হাতে ৬ জন, জামায় লেখা 'ভয় নেই'!' এরা কারা জানেন?
দেশ থেকে পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। এবার তাঁর বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ করলেন এক স্কটিশ ইউটিউবার।
advertisement
2/10
সম্প্রতি এক স্কটিশ ইউটিউবারের পোস্ট করা ভিডিওতে চাঞ্চল্যকর বিষয়টি উঠে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছ’জন একে-৪৭ নিয়ে পাহারা দিচ্ছেন জ্যোতিকে। এতেই দানা বেঁধেছে রহস্য।
advertisement
3/10
কী কারণে জ্যোতিকে একে ৪৭ হাতে ৬ জনকে পাহারা দিতে হত? পাকিস্তানে গিয়ে কী এমন কাজ করতেন জ্যোতি? কাদের সঙ্গে দেখা করতেন যে, তাঁকে এতটা কড়া পাহারায় রাখার ব্যবস্থা করা হয়েছিল?
advertisement
4/10
স্কটিশ ইউটিউবারের ভিডিও ভাইরাল হতেই এই প্রশ্নগুলি ভাবাচ্ছে তদন্তকারীদের।
advertisement
5/10
কাল্লাম মিল নামে স্কটল্যান্ডের ওই ইউটিউবার গত মার্চে পাকিস্তানে গিয়েছিলেন। তাঁর চ্যানেলের নাম 'কাল্লাম অ্যাবরোড'। লাহোরের আনারকলি বাজারে গিয়ে ভিডিও শ্যুট করছিলেন তিনি। তাঁর তোলা সেই ভিডিওতেই দেখা যায়, একে ৪৭ হাতে কয়েক জন বাজারে ঘুরছেন।
advertisement
6/10
সেই ব্যক্তিদের গায়ে যে জ্যাকেট ছিল, তাতে লেখা 'ভয় নেই'। তারপরেই ভিডিওতে দেখা যায় জ্যোতিকে। তিনিও সে সময় ভিডিওই তুলছিলেন। দু’জনের পরিচয় হয়। জ্যোতি কাল্লামকে জিজ্ঞেস করেন, তিনি কি প্রথম বার পাকিস্তানে এসেছেন? কাল্লাম জবাবে জানান, এই নিয়ে তাঁর পঞ্চম পাক সফর।
advertisement
7/10
এরপরে পাকিস্তানের আতিথেয়তা কেমন লাগছে, তা নিয়ে কাল্লাম প্রশ্ন করেন জ্যোতিকে। তিনি জানান, দারুণ।
advertisement
8/10
জ্যোতি বাজারে হাঁটতে হাঁটতে এগিয়ে যান। তখনই কাল্লাম বুঝতে পারেন, ওই সশস্ত্র ব্যক্তিরা জ্যোতির সঙ্গে রয়েছেন।
advertisement
9/10
তখন কাল্লামকে বলতে শোনা যায়, 'ওই রক্ষীদের সঙ্গে ইনিই ছিলেন। কী জানি কেন, এত বন্দুকের দরকার হয়ে পড়ল! ওই মহিলাকে ঘিরে কত বন্দুক, এক বার দেখুন। ছয় জন বন্দুকধারী রয়েছেন তাঁকে ঘিরে।'
advertisement
10/10
স্কটিশ ইউটিউবারের ভিডিওতে জ্যোতির সঙ্গে আরও কয়েকজনকে দেখা গিয়েছে। তাঁদের পরিচয়ও এখনও জানতে পারেননি গোয়েন্দারা। তারই সঙ্গে বন্দুকধারী ৬ জন রক্ষীর কী কারণে প্রয়োজন পড়েছিল জ্যোতির, তা-ও জানতে চায় পুলিশ।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Jyoti Malhotra: 'পাকিস্তানে জ্যোতিকে ঘিরে রেখেছিল একে ৪৭ হাতে ৬ জন, জামায় লেখা 'ভয় নেই'!' এরা কারা জানেন? নতুন ভিডিও ঘিরে বিরাট চাঞ্চল্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল