পাউডার থেকে ক্যান্সারের সম্ভাবনা প্রবল, জনসন অ্যান্ড জনসনকে ১৯৯ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
Last Updated:
advertisement
1/5

• জনপ্রিয় বেবি প্রডাক্ট সংস্থা জনসন অ্যান্ড জনসন-কে ১৯৯ কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ দিল ক্যালিফোর্নিয়ার সুপিরিয়ার কোর্ট ৷ এক মহিলার অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কোর্ট ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
2/5
• টেরি লিয়াভেট নামের ওই মহিলা অভিযোগ করেছিলেন, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার থেকেই মেসোথ্যালমিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি ৷ টেরিকে ২ কোটি ৯০ লক্ষ ডলার বা ১৯৯ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে জনপ্রিয় এই সংস্থাকে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
3/5
• গত বছর একাধিক অভিযোগ উঠেছিল জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ৷ অভিযোগের সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি ৷ বলা হয় যে, জনসন বেবি পাউডারে রয়েছে অ্যাসবেস্টসের মতো ক্ষতিকর খনিজ পদার্থ। ছবি: সংগৃহীত ৷
advertisement
4/5
• উচ্চ তাপ শোষণ ক্ষমতা সম্পন্ন এই খনিজ পদার্থটি শরীরে ঢুকলে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। ছবি: সংগৃহীত ৷
advertisement
5/5
• কিন্তু বরাবরই এই দাবিকে নস্যাৎ করে দিয়েছিল সংস্থা ৷ সংস্থার দাবি, সমস্ত পরীক্ষায় পাশ করেছে প্রডাক্টগুলি ৷ বলা হয় এই কোম্পানির প্রডাক্ট অ্যাসবেস্টসমুক্ত ও সুরক্ষিত ৷ ছবি: সংগৃহীত ৷