Israel Yemen War: ভয়ঙ্কর! কাতারের পর ফের বিমান হামলা ইজরায়েলের! মৃত্যুমিছিল, চারিদিকে শুধুই মৃতদেহ! এবার কোন দেশে হামলা ইজরায়েলের? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Israel Yemen War: ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিহত ও আহতদের বেশিরভাগই সাধারণ বেসামরিক নাগরিক। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ উদ্ধারকাজ এখনও চলছে।
advertisement
1/8

কাতারের পর এবার আবার কোন দেশে হামলা চালাল ইজরায়েল? জানা গিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ প্রদেশে ইজরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। আর তাতেই অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় দেড়শো জন মানুষ। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো অভিযানের ঠিক একদিন পরই এই হামলা চালাল ইজরায়েল।
advertisement
2/8
বুধবার এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। এই হামলার একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল।
advertisement
3/8
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিহত ও আহতদের বেশিরভাগই সাধারণ বেসামরিক নাগরিক। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ উদ্ধারকাজ এখনও চলছে।
advertisement
4/8
ইজরায়েলের হামলায় সানার আল-তাহরির এলাকায়, ৬০ নম্বর সড়কের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমে একটি সরকারি ভবন লক্ষ্যবস্তু করা হয়। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের দাবি, নৈতিক দিকনির্দেশনা সদর দফতরে হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে।
advertisement
5/8
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইজরায়েলি যুদ্ধবিমানগুলোকে প্রতিরোধ করতে তারা ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কিছু বিমান হামলার আগেই ফিরে যেতে বাধ্য হয়। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, ''এই হামলা ইয়েমেন থেকে ইজরায়েলের রামোন বিমানবন্দরে চালানো হুথি ড্রোন হামলার প্রতিশোধ। যে কেউ আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরা তাদের কাছে পৌঁছাবই।''
advertisement
6/8
প্রসঙ্গত, ইজরায়েল কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে। গত মাসে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবিকে হত্যা করে ইজরায়েল। এই হামলায় বেসামরিক লোকজন এবং দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
7/8
হুথিরা ইতোমধ্যে রেড সি-তে ইজরায়েলের জাহাজ চলাচলে অবরোধ জারি করেছে এবং ইজরায়েলের অভ্যন্তরে বিভিন্ন আকাশ হামলা চালিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি প্যালেস্তানি নিহত হয়েছেন। একইসঙ্গে লেবানন, সিরিয়া, ইরাক এবং ওয়েস্ট ব্যাংকেও ইজরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।
advertisement
8/8
সর্বশেষ, গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামাস নেতাদের বৈঠকে টার্গেট করে ইজরায়েল হামলা চালায়। এতে অন্তত ৬ জন নিহত হয়, তবে হামাস দাবি করে যে তাদের শীর্ষ নেতৃত্ব এই চেষ্টায় বেঁচে গেছে।