TRENDING:

Israel Attacks Qatar: কাতারে ইজরায়েলের ভয়ঙ্কর হামলা! কাকে মারল ইজরায়েল জানেন? এরপরই ট্রাম্প যা বললেন, মাথায় হাত নেতানিয়াহুর

Last Updated:
Israel Attacks Qatar: মঙ্গলবার বিকালে এই বিমান হামলা চালায় ইজরায়েলি বিমান বাহিনী।
advertisement
1/8
কাতারে ইজরায়েলের ভয়ঙ্কর বিমান হামলা! কাকে মারল ইজরায়েল জানেন? এরপরই ট্রাম্প যা বললেন...
কাতারের রাজধানী দোহায় হঠাৎ ইজরায়েলের হামলা। আর তাতেই দুইজন নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
advertisement
2/8
স্থানীয় সময় মঙ্গলবার বিকালে এই বিমান হামলা চালায় ইজরায়েলি বিমান বাহিনী। এতে লক্ষ্যবস্তু করা হয় প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে।
advertisement
3/8
নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল-হায়া বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খালিল আল-হায়ার দফতরের পরিচালক ছিলেন।
advertisement
4/8
হামাসের দুটি সূত্র জানিয়েছেন, মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই হামলা থেকে বেঁচে গেছেন।
advertisement
5/8
ইজরায়েলি একটি সূত্র নিশ্চিত করেছে, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন। ইজরায়েলের হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরটির লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।
advertisement
6/8
এই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে কাতারের আমিরি গার্ড সেখানে ২৪ ঘণ্টাই পাহাড়া দেওয়া শুরু করে। হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ও পুলিশ সদস্যদের যেতে দেখা যায়।
advertisement
7/8
এদিকে, কাতারে হামাসকে লক্ষ্য করে ইজরায়েলের বিমান হামলা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই হামলা ইজরায়েল বা আমেরিকার লক্ষ্য পূরণ করে না। এটি ছিল ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একতরফা সিদ্ধান্ত।
advertisement
8/8
মঙ্গলবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি জানতে পারেন যে ইজরায়েল দোহায় হামলা চালাচ্ছে। তবে তিনি বলেন, তখন দুর্ভাগ্যবশত খুব দেরি হয়ে গেছে, হামলা থামানো সম্ভব হয়নি। ট্রাম্প জোর দিয়ে বলেন, এটা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, আমার নয়। তিনি কাতারকে ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু হিসেবেও আখ্যায়িত করেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Israel Attacks Qatar: কাতারে ইজরায়েলের ভয়ঙ্কর হামলা! কাকে মারল ইজরায়েল জানেন? এরপরই ট্রাম্প যা বললেন, মাথায় হাত নেতানিয়াহুর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল