TRENDING:

জি৭ বৈঠক কাটছাঁট কেন...? ‘যুদ্ধবিরতির থেকেও আরও বড় কিছু হতে চলেছে, ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন মাক্রোঁ খালি ভুল বোঝেন’

Last Updated:
Israel Iran Ceasefire: কানাডায় G7 শীর্ষ সম্মেলন থেকে তাঁর তড়িঘড়ি চলে যাওয়ার পিছনে ইজরায়েল ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি মোটেই কারণ নয়; আসলে 'এর চেয়েও অনেক বড় কিছু' আছে বলে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে G7 থেকে তার প্রস্থান সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "ম্যাক্রোঁ সবসময় ভুল বোঝেন"।
advertisement
1/9
জি৭ বৈঠক কাটছাঁট কেন..? ‘যুদ্ধবিরতির থেকেও আরও বড় কিছু হতে চলেছে, ইঙ্গিত দিলেন ট্রাম্প
কানাডায় G7 শীর্ষ সম্মেলন থেকে তাঁর তড়িঘড়ি চলে যাওয়ার পিছনে ইজরায়েল ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি মোটেই কারণ নয়; আসলে 'এর চেয়েও অনেক বড় কিছু' আছে বলে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে G7 থেকে তার প্রস্থান সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "ম্যাক্রোঁ সবসময় ভুল বোঝেন"।
advertisement
2/9
প্রসঙ্গত পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে কী পদক্ষেপ করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে ক্রমশই রহস্য বাড়িয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর সমাজমাধ্যমের একের পর এক পোস্ট ঘিরে তা নিয়ে রহস্য আরও বৃদ্ধি পেতে শুরু করেছে।
advertisement
3/9
জি৭ সম্মেলন ছেড়ে ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন তিনি। তবে এই বিষয়ে ট্রাম্পের বক্তব্য, ইজ়রায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ থামানোর থেকেও বড় কিছু করতে চলেছেন তিনি। তবে কী পদক্ষেপ, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তাঁর পদক্ষেপের দিকে সকলকে নজর রাখার পরামর্শ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।
advertisement
4/9
ট্রাম্পের দাবি, তাঁর সফরসূচি কাটছাঁটের কারণ নিয়ে ভুল ব্যাখ্যা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষবিরতির জন্য ট্রাম্প ওয়াশিংটনে ফিরছেন মাক্রোঁ নাকি এমনটাই মন্তব্য করেছেন বলে দাবি ট্রাম্পের। মাক্রোঁ নিজেকে প্রচারের মধ্যে রাখতে চান বলে খোঁচা দিয়ে ট্রাম্পের দাবি, মাক্রোঁ ‘ভুল’ বলছেন। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “আমার ফেরার সঙ্গে ইজরায়েল ইরানের সংঘর্ষবিরতির কোনও সম্পর্ক নেই। বিষয়টি এর থেকেও অনেক বড় কিছু আছে কারণ। তাঁর কথায়, ইমানুয়েল সবসময় ভুল বোঝেন।”
advertisement
5/9
মঙ্গলবার টানা পঞ্চম দিনও ইজরায়েল ইরান সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নাগরিকদের অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তাঁর এই সতর্কবাণীর পাশাপাশি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
advertisement
6/9
হোয়াইট হাউজ ইতিমধ্যেই ঘোষণা করেছে, ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলন থেকে অব্যহতি নিয়ে একদিন আগেই দেশে ফিরছেন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সঙ্কট মোকাবিলায় জি৭ বৈঠক থেকে নির্ধারিত দিনের একদিন আগেই ফিরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। ফিরেই ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সভা আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
7/9
হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানান, পশ্চিম এশিয়ায় যা চলছে, সে কারণেই রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজের পরে আমেরিকায় ফিরে আসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করার জন্য আমেরিকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
advertisement
8/9
উল্লেখ্য, তাঁর জি-৭ বৈঠকের সূচি কাটছাঁট করার খবর প্রকাশ্যে আসার কিছু আগেই নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেন তিনি। যদিও এর কোনও কারণ ওই পোস্টে উল্লেখ করেননি ট্রাম্প।
advertisement
9/9
ট্রাম্প লেখেন, “আমি যে ‘চুক্তি’তে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। কী লজ্জার বিষয়, মানুষের জীবন কী ভাবে নষ্ট হচ্ছে! সহজ ভাষায় বলতে গেলে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি!” এর পরের বাক্যেই তিনি লেখেন, “প্রত্যেকের অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত!”
বাংলা খবর/ছবি/বিদেশ/
জি৭ বৈঠক কাটছাঁট কেন...? ‘যুদ্ধবিরতির থেকেও আরও বড় কিছু হতে চলেছে, ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন মাক্রোঁ খালি ভুল বোঝেন’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল