Israel Houthi War: প্রধানমন্ত্রীকে হত্যার বদলা, হুথির ভাণ্ডারে এমন কী আছে? যা আগে দেখেনি কেউ! ইজরায়েলের জন্য আসল চমক এখনও বাকি!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Israel Houthi War: গাজায় ইজরায়েল বাহিনীর সঙ্গে লড়ছে হামাস। আর তাদের সাহায্য করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
advertisement
1/7

মধ্যপ্রাচ্যে ইজরায়েলের আক্রমণের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্ষোভ ক্রমশ বাড়ছে। প্যালেস্তাইনের গাজায় গত দুই বছরের যুদ্ধে ইজরায়েলি বাহিনীর আক্রমণ ও উচ্ছেদ অভিযান সেখানকার জনজীবনকে নরকে পরিণত করেছে। ইজরায়েলের এই সীমালঙ্ঘনকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো রীতিমতো গর্জে উঠেছে।
advertisement
2/7
গাজায় ইজরায়েল বাহিনীর সঙ্গে লড়ছে হামাস। আর তাদের সাহায্য করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইজরায়েল বাহিনীর আক্রমণের প্রতিবাদে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে তারা, যার ফলে ইজরায়েল কিছুটা পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে।
advertisement
3/7
সাম্প্রতিক সময়ে ইয়েমেন থেকে ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হুথি বিদ্রোহীরা মিসাইলের বন্যা বইয়ে দিচ্ছে। ইজরায়েলি হামলায় হুথির প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাওয়াহী সহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে তারা। গত সোমবারও লোহিত সাগরে ইজরায়েলি মালিকানাধীন একটি তেলের ট্যাংকারে মিসাইল হামলা চালিয়েছে হুথি।
advertisement
4/7
হুথিরা আবারও ইজরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা বার্তা দিয়েছে যে ইজরায়েলের জন্য আসল চমক এখনও বাকি রয়েছে। আলসারুল্লাহর রাজনৈতিক বোর্ডের সদস্য ধাইফাল্লাহ আলশামী বলেন, "আমাদের কাছে এমন এক চমক রয়েছে যা বন্ধু কিংবা শত্রু কেউই কল্পনা করেনি। আমাদের সামরিক ভান্ডারে এত পরিমাণে অস্ত্র রয়েছে যে সবাই চমকে যাবে।"
advertisement
5/7
প্যালেস্তাইনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েলকে সবচেয়ে বেশি বেকায়দায় ফেলেছে হুথি। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে তারা লোহিত সাগরের ইজরায়েলি জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। তাদের হামলায় ইজরায়েলের কয়েকটি জাহাজ লোহিত সাগরের অতল জলেও তলিয়ে গেছে।
advertisement
6/7
ইজরায়েলের গুরুত্বপূর্ণ ইলাদ বন্দর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হুথিদের প্রধান উদ্দেশ্য এসবের মাধ্যমে ইজরায়েলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া।
advertisement
7/7
গোষ্ঠীটির রাজনৈতিক বোর্ডের সদস্য আলশামী জোর দিয়ে বলেন, "ইজরায়েলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ চালানোর জন্য আমাদের কাছে যদি আরও রসদ থাকত, তাহলে আমরা সমুদ্র পার হয়ে প্যালেস্তাইন পৌঁছে হলেও তাদের পাশে দাঁড়াতাম।" ইজরায়েলের বিরুদ্ধে এই মন্তব্যটি এমন সময় আসে, যার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলে ড্রোন হামলা চালায় হুথিরা। যদিও ইজরায়েলি বাহিনী বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে।