TRENDING:

Israel-Gaza War: গাজায় ফের হামলা ইজরায়েলের ! মৃত ২২০, ভেস্তে গেল যুদ্ধবিরতি চুক্তি

Last Updated:
Israel Carries Out Major Strikes In Gaza: এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, গাজায় আরও সেনা মোতায়েন করা হবে। পাশাপাশি সেনাবাহিনীকে হামাসের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
1/8
গাজায় ফের হামলা ইজরায়েলের ! মৃত ২২০, ভেস্তে গেল যুদ্ধবিরতি চুক্তি
গাজায় ফের হামলা চালাল ইজরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর মঙ্গলবার ভোর থেকে ব্যাপক এয়ার স্ট্রাইক শুরু করেছে ইজরায়েলি সেনা। একটি টেলিগ্রাম পোস্টে তারা জানিয়েছে, “গাজা উপত্যকায় হামাসের জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’’ Photo: AP
advertisement
2/8
এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, গাজায় আরও সেনা মোতায়েন করা হবে। পাশাপাশি সেনাবাহিনীকে হামাসের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। Photo: AP
advertisement
3/8
বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, হামাস পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়নি। মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও অন্যান্য মধ্যস্থতাকারীদের দেওয়া সব প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। তাই এই হামলা। প্রায় ২ মাসের যুদ্ধবিরতির পর এই হামলা চালাল ইজরায়েল। এর মধ্যে কয়েক ডজন পণবন্দীকে মুক্তি দিয়েছে হামাস। পরিবর্তে প্রায় ২ হাজার প্যালেস্তেনীয় বন্দিকেও ছেড়ে দেওয়া হয়েছে। Photo: AP
advertisement
4/8
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার ইজরায়েলের লাগাতার বিমান হামলায় অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ শিশুও। ১৫০-এর বেশি মানুষ গুরুতর জখম। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি-কে বলেন, ইজরায়েলি হামলায় গাজার বিভিন্ন এলাকায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। আহত প্রায় ১৫০ জন। Photo: AP
advertisement
5/8
হামলার সমস্ত দায় নেতানিয়াহুর উপর চাপিয়ে দিয়েছে হামাস। এমন চলতে থাকলে পণবন্দীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। হামাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “নেতানিয়াহু যুদ্ধ শুরু করে পণবন্দীদের মৃত্যুর দিকে ঠেলে দিলেন ৷’’ Photo: AP
advertisement
6/8
একটি আলাদা বিবৃতিতে তারা আরও বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন “গাজায় বন্দিদের অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিল।’’ Photo: AP
advertisement
7/8
প্রথম দফার যুদ্ধবিরতিতে হামাস ৩৩ জন ইজরায়েলি (এর মধ্যে ৫ জন মৃত) এবং ৫ জন থাই নাগরিককে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ১,৮০০ প্যালেস্তেনীয় বন্দিকে ছেড়ে দেয়। এখনও হামাসের হাতে প্রায় ৫৯ জন পণবন্দি রয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বর এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। তখনও হামাস কয়েকজন পণবন্দিকে মুক্তি দেয়। Photo: AP
advertisement
8/8
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের একটি মিউজিক কনসার্টে হামলা চালিয়েছিল হামাস। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রায় ১২০০ জনের মৃত্যু হয়েছিল। ২৫১ জনকে পণবন্দী করে গাজায় নিয়ে গিয়েছিল তারা। তারপর থেকেই যুদ্ধ শুরু হয়। Photo: AP
বাংলা খবর/ছবি/বিদেশ/
Israel-Gaza War: গাজায় ফের হামলা ইজরায়েলের ! মৃত ২২০, ভেস্তে গেল যুদ্ধবিরতি চুক্তি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল