Israel Attacks Qatar: মত ছিল না মোসাদের, তবু কাতারে হামলা চালান নেতানিয়াহু! কিন্তু কেন? ফাঁস হল বড় রহস্য! এবার ইজরায়েলকে বড় আঘাত করবে কাতার?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Israel Attacks Qatar: সম্প্রতি হামাস নেতাদের খতম করতে কাতারের রাজধানী দোহায় গোলাবর্ষণ করে ইজরায়েলি সেনা।
advertisement
1/7

ইজরায়েলকে তাদের ‘অপরাধের’ জন্য শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। রবিবার দোহায় আরব ও মুসলিম নেতাদের এক জরুরি বৈঠকের আগে তিনি এই আহ্বান জানান। কাতারে হামাস নেতাদের ওপর ইজরায়েলের নজিরবিহীন বিমান হামলার পর এই বৈঠকের আয়োজন করা হয়।
advertisement
2/7
সম্প্রতি হামাস নেতাদের খতম করতে কাতারের রাজধানী দোহায় গোলাবর্ষণ করে ইজরায়েলি সেনা। কিন্তু সেই হামলায় মত ছিল না খোদ ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের। কিন্তু তা সত্ত্বেও কাতারে হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
advertisement
3/7
সূত্রের খবর, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া জানিয়েছিলেন, এই ধরনের পদক্ষেপ কাতারের সঙ্গে মোসাদের সম্পর্ক ভেঙে দিতে পারে। যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। যদিও এই হামলার সাফাই দেয় ইজরায়েল। জানায়, হামাস নেতারা দোহায় এক জায়গায় জড়ো হয়েছিল। তাদের খতম করার এটাই ছিল সুবর্ণ সুযোগ।
advertisement
4/7
বিশেষজ্ঞদের মতে, গাজায় যুদ্ধ বন্ধ করার কোনও ইচ্ছাই নেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর। কারণ, তিনি ধৈর্য হারিয়েছেন। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে পড়েছেন নেতানিয়াহু।
advertisement
5/7
এই হামলার পর এবার কাতারের প্রধানমন্ত্রী বললেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্বিচারিতা বন্ধ করে ইজরায়েলের করা সমস্ত অপরাধের জন্য শাস্তি দেওয়া। প্যালেস্তাইনের জনগণকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে যে যুদ্ধ চলছে, তা সফল হবে না। এই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট, ইরাকের প্রধানমন্ত্রী ও প্যালেস্তাইনের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতারা যোগ দিচ্ছেন। সেখানে ইজরায়েলি হামলার বিরুদ্ধে একটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।
advertisement
6/7
এদিকে, রাজধানী দোহায় ইজরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে এবং ইজরায়েলকেও হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে।
advertisement
7/7
রবিবার নিউ জার্সির মরিসটাউন থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “কাতার আমাদের বড় মিত্র। তারা ভৌগোলিকভাবে সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকায় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই তাদের শব্দচয়নেও কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হয়। তবে আমি বলতে পারি, তারা যুক্তরাষ্ট্রের মহান মিত্র হয়ে আছে।”