Iran Israel Tension: 'ঈশ্বরের শত্রু...'! ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন ফতোয়া জারি করলেন ইরানের শীর্ষ ধর্মগুরু
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Iran Israel Tension: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন ফতোয়া জারি করল ইরানের শীর্ষ শিয়া ধর্মগুরুদের অন্যতম গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ফতোয়া জারি করে তাদের 'ঈশ্বরের শত্রু' বলেও অভিহিত করেছেন। এই দুই নেতাকে ‘ঈশ্বরের শত্রু’ আখ্যা দিয়ে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
advertisement
1/7

ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন ফতোয়া জারি করল ইরানের শীর্ষ শিয়া ধর্মগুরুদের অন্যতম গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ফতোয়া জারি করে তাদের 'ঈশ্বরের শত্রু' বলেও অভিহিত করেছেন। এই দুই নেতাকে ‘ঈশ্বরের শত্রু’ আখ্যা দিয়ে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
advertisement
2/7
এই ফতোয়ায় বলা হয়েছে, ইসলামি নেতাদের হুমকি দিলে তা ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি ইরানি আইনে মৃত্যু, শূলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ বা নির্বাসন। মুসলিম বা ইসলামী রাষ্ট্রের পক্ষে এদের সঙ্গে সহযোগিতা করাও অবৈধ বলে ফতোয়ায় উল্লেখ করা হয়।
advertisement
3/7
এই ফতোয়া জারির পিছনে নিঃসন্দেহে ইরান-ইজরায়েল সাম্প্রতিক সংঘর্ষ বড় ভূমিকা নিয়েছে। ইজরায়েলের হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিতে বহু শীর্ষকর্তা নিহত হলে, ইরান পাল্টা মিসাইল হামলা চালায়।
advertisement
4/7
পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের সঙ্গে মিলে ইরানের নিউক্লিয়ার ঘাঁটিতে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান কাতারে মার্কিন সেনাঘাঁটিতে আঘাত হানে।
advertisement
5/7
ফতোয়ায় ঘোষণা করা হয়েছে যে, যে কেউ ইসলামী উম্মাহর (সম্প্রদায়ের) নেতৃত্ব ও কর্তৃত্বকে হুমকি বা আক্রমণ করে তাকে "যুদ্ধবাজ" বা " মোহারেবের অপরাধী " হিসেবে বিবেচনা করা হবে, যা ইরানের দণ্ডবিধিতে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী ব্যক্তি আখ্যা দেওয়া হবে। হয়।
advertisement
6/7
"যে কোনও ব্যক্তি বা সরকার ইসলামী উম্মাহ এবং এর সার্বভৌমত্বের ক্ষতি করার জন্য নেতৃত্ব এবং কর্তৃত্বকে হুমকি দেয় বা আক্রমণ করে, তাকে একজন যুদ্ধবাজ হিসেবে বিবেচনা করা হয়," আয়াতুল্লাহ মাকারেম তার ফতোয়ায় ঘোষণা করেছেন।
advertisement
7/7
ফতোয়া এক ধরনের ধর্মীয় আদেশ, যা ইসলামী আইনের ব্যাখ্যার মাধ্যমে একজন শীর্ষ আলেম জারি করেন। ইরানে পূর্বেও এমন বিতর্কিত ফতোয়া জারি হয়েছে, যার মধ্যে সালমান রুশদির বিরুদ্ধে ১৯৮৯ সালের মৃত্যুদণ্ডের ফতোয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।