TRENDING:

Armed Drones| Iran: পাহাড়ের নিচে যেন অস্ত্রের খনি! ইরানের মজুত বিপুল অস্ত্র, সামরিক ড্রোনের ছবি ভাইরাল

Last Updated:
ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ড্রোনগুলিকে কিছু টানেলের ভিতরে দেখানো হয়েছিল। জাগ্রোস পর্বতমালার(Zagros Mountains) নিচে নির্মিত এসব টানেলের ভেতরে ইরানি সেনাবাহিনীর (Iranian Army)বিপজ্জনক ড্রোন রাখা হয়েছে।
advertisement
1/5
পাহাড়ের নিচে যেন অস্ত্রের খনি!ইরানের মজুত বিপুল অস্ত্র,সামরিক ড্রোনের ছবি Viral
ইরানের সেনাবাহিনী এই ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটির কিছু তথ্য শেয়ার করলেও সঠিক অবস্থান সম্পর্কে কাউকে জানানো হয়নি।
advertisement
2/5
এসব টানেলের ভেতরে অন্তত ১০০টি সামরিক ড্রোন রাখা হয়েছে। যার ছবি দেখে কিছুটা চিন্তিত উপসাগরীয় দেশগুলি। সরকারি গণমাধ্যমে উঠে আসা খবর অনুযায়ী জাগ্রোস পর্বতের নিচে নির্মিত এই টানেলের ভেতরে বিপজ্জনক আবাবিল-৫ (Ababil-5)ড্রোনও রয়েছে। যেখানে কায়েম-৫ (Qaem-5)মিসাইল রয়েছে।
advertisement
3/5
সরকারি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোনগুলো মুহূর্তের মধ্যে যে কোনো শত্রু পক্ষকে আক্রমণ করতে পারে এবং মেরে ফেলতে পারে।
advertisement
4/5
রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সেনাবাহিনীর মেজর জেনারেল বলেছেন, যে কোনো ধরনের হামলা মোকাবিলা করতে বা শত্রুদের হুঁশ উড়িয়ে দিতে আমাদের ড্রোনই যথেষ্ট।
advertisement
5/5
ইরান এমন এক সময়ে তার সামরিক বহরে এই মারাত্মক ড্রোনের উপস্থিতি প্রকাশ করেছে যখন ইরানের রেভলিউশনরি গার্ড (IRG) সম্প্রতি উপসাগরে দুটি গ্রিক ট্যাঙ্কার আটক করেছে। এটিকে তেহরানের প্রতিশোধ বলা হচ্ছে কারণ এর আগে আমেরিকা গ্রীক উপকূলে ইরানের তেল সরবরাহ বন্ধ করে দিয়েছিল।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Armed Drones| Iran: পাহাড়ের নিচে যেন অস্ত্রের খনি! ইরানের মজুত বিপুল অস্ত্র, সামরিক ড্রোনের ছবি ভাইরাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল