Indian Nationals: UAE-তে দুই ভারতীয়কে ঝোলানো হল ফাঁসির দড়িতে! কারা তারা জানেন? কী কারণে ফাঁসি? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Nationals: দুটি পৃথক খুনের মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করে সংযুক্ত আরব আমিরশাহির আদালত।
advertisement
1/6

শাহজাদি সাব্বির খানের ফাঁসির পর আরও এবার আরও দুই ভারতীয় নাগরিকের ফাঁসি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।
advertisement
2/6
সূত্রের খবর, ওই দুই ভারতীয়র নাম মহম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল। দুটি খুনের মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাঁরা কেরলের বাসিন্দা ছিলেন।
advertisement
3/6
দুটি পৃথক খুনের মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করে সংযুক্ত আরব আমিরশাহির আদালত। গত ২৮ ফেব্রুয়ারি তাঁদের ফাঁসির কথা সরকারি ভাবে ভারতীয় দূতাবাসকে জানিয়েছে সে দেশের প্রশাসন।
advertisement
4/6
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়। বস্তুত, গত ২৮ ফেব্রুয়ারিই উত্তরপ্রদেশের শাহজ়াদি খানের ফাঁসির কথাও দূতাবাসকে জানিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির সরকার।
advertisement
5/6
সংযুক্ত আরব আমিরশাহির এক নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হন রিনাশ। আর মুরলীধরন দোষী সাব্যস্ত হন এক ভারতীয়কে খুনের মামলায়। দু'জনকেই মৃত্যুদণ্ড দেয় আরব আমিরশাহির উচ্চ আদালত।
advertisement
6/6
কেন্দ্র জানিয়েছে, দোষীদের সব রকম আইনি সহায়তা দিয়েছে দূতাবাস। সংযুক্ত আরব আমিরশাহির কাছে তাঁদের প্রাণভিক্ষার আর্জিতেও আইনি সহায়তা করেছিল ভারতের দূতাবাস। কেরলের ওই দুই ব্যক্তির ফাঁসির কথা ইতিমধ্যে তাঁদের পরিবারকে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসও তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।