Indus Water Treaty: ‘ভারত জল না দিলে…’, খুলে গেল মুখোশ, সিন্ধু জলচুক্তি নিয়ে এ কী বলে ফেললেন পাকিস্তান সাংসদ!
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indus Water Treaty: সিন্ধু জল চুক্তি স্থগিত করে পাকিস্তানকে চরম বিপদে ফেলেছে ভারত। পাকিস্তানের একটা বড় অংশের মানুষ নির্ভর করেন সিন্ধু নদের জলের উপর।
advertisement
1/5

ইসলামাবাদ: সিন্ধু জল চুক্তি স্থগিত করে পাকিস্তানকে চরম বিপদে ফেলেছে ভারত। পাকিস্তানের একটা বড় অংশের মানুষ নির্ভর করেন সিন্ধু নদের জলের উপর।
advertisement
2/5
সন্ত্রাসে মদত দেওয়ার শাস্তি হিসাবে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত, এর জেরে জলের জন্য ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছে পাকিস্তান।
advertisement
3/5
পাকিস্তানি সাংসদ সাইয়েদ আলি জাফর শুক্রবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছেন, দেশের ৯০ শতাংশ চাষাবাদ সিন্ধুর উপর নির্ভরশীল এবং এমন অবস্থায় যদি পানি না পাওয়া যায় তাহলে মানুষ না খেয়ে মরবে।
advertisement
4/5
কিন্তু ভারত আগেই বলেছে যে যতক্ষণ ইসলামাবাদ সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করবে ততদিন সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে।
advertisement
5/5
আর সিন্ধু নদীর জল কেবল পাকিস্তানে জলের সমস্যাই মেটায় না, বরং চাষাবাদেও বড় ভূমিকা নেয়। তাই সিন্ধু জল না পেয়ে জলাভাবের পাশাপাশি খাদ্যাভাবেরও সম্ভাবনা পাকিস্তানে।