India Pakistan Tensions: ভারত না পাকিস্তান- কার পক্ষে বাংলাদেশ? সাফ জানালেন খালেদা পুত্র তথা বিএনপি প্রধান তারেক রহমান
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India Pakistan Tensions: ভারতের অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বেগম খালেদা জিয়ার পুত্র এবং বিএনপি প্রধান তারেক রহমান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের সমালোচনা করেন।
advertisement
1/5

মঙ্গলবার মাঝরাতে পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসাবে পাকিস্তানে জ*ঙ্গি ঘাটিতে হামলা চালায় ভারত। তারপরে পাকিস্তান উপায় না দেখে সীমান্তে নিরীহ মানুষের উপর গোলাগুলি চালায়।
advertisement
2/5
ভারতের এই অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বেগম খালেদা জিয়ার পুত্র এবং বিএনপি প্রধান তারেক রহমান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের সমালোচনা করেন।
advertisement
3/5
দুই পক্ষকে শান্তি বজায় রাখার আবেদন জানালেও ভারতের সামরিক অভিযানের সমালোচনা করেন তিনি। তারেক রহমান বলেন, “যেহেতু আশেপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই”।
advertisement
4/5
পাশাপাশি দুই পক্ষকে সংযত থাকার বার্তাও দিয়েছেন তিনি বলেন, “আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে”।
advertisement
5/5
প্রসঙ্গত, হাসিনার সরকারের পতনের পরেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বাংলাদেশের ইউনূস সরকার। ভারতের এই অভিযানে প্রতিবেশি হিসাবে বাংলাদেশের মতও গুরুত্বপূর্ণ।