India Pakistan: এবার 'বড়' দান দিল পাকিস্তান! ভারতের 'স্ট্রাটেজি' টুকে যেখানে পৌঁছল পাকিস্তান, ভারতের উপর চাপ কি বাড়বে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Pakistan: সফরকালে প্রতিনিধি দলটি জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গিয়েছে।
advertisement
1/6

ইসলামাবাদ: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি উচ্চপর্যায়ের একটি পাকিস্তানি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বে নিউ ইয়র্কে পৌঁছেছেন। সফরের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের আগ্রাসন তুলে ধরা এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা।
advertisement
2/6
এই প্রতিনিধিদলে রয়েছেন হিনা রব্বানি খার, ড. মুসাদিক মালিক, খুররম দস্তগীর খান, বুশরা আনজুম বাট, তহমিনা জানজুয়া এবং জলিল আব্বাস জিলানির মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বরা। আরেক সদস্য, সিনেটর শেরি রেহমান আগামিকাল নিউ ইয়র্কে পৌঁছাবেন বলে জানানো হয়েছে।
advertisement
3/6
সফরকালে প্রতিনিধি দলটি জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গিয়েছে।
advertisement
4/6
আগামী মঙ্গলবার রাতে প্রতিনিধি দলটি ওয়াশিংটন ডিসি-তে যাবে, যেখানে মার্কিন কংগ্রেস সদস্য ও স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক নির্ধারিত আছে। পাশাপাশি, মার্কিন গণমাধ্যম প্রতিনিধিদের জন্য একটি ব্রিফিং এবং সাবেক ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, একটি পাকিস্তানি প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছে।
advertisement
6/6
জানা গেছে, সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত থাকায় দেশটির রপ্তানিপণ্যের ওপর সম্ভাব্য ২৯ শতাংশ শুল্ক আরোপের ঝুঁকি দেখা দিয়েছে। এই ইস্যুতেও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছে।