India Bangladesh Relation: ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা? বাংলাদেশে হচ্ছে কী! ভারতকে এত বড় হুঁশিয়ারি?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
India Bangladesh Relation: বাংলাদেশের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব।
advertisement
1/7

বাংলাদেশের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। তবে ভারতের সঙ্গে ভাল সম্পর্ক চেয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
advertisement
2/7
এখনও বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে। এই বঙ্গের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চলছে বিএসএফের পক্ষ থেকে।
advertisement
3/7
কিছুদিন আগেই ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি এলাকায় বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টায় আপত্তি তুলেছিল বিজিবি। এদিকে সীমান্তে একাধিক জায়গায় অনুপ্রবেশকারীদের আটকাতে গিয়ে আবার বাংলাদেশিদের ওপর গুলি চালাতে হয়েছে।
advertisement
4/7
বাংলাদেশে একটি বিএসএফ বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা চলছে বিগত বেশ কয়েক মাস ধরেই। হাসিনার বিদায়ের পর থেকেই নয়া অন্তর্বর্তী সরকারের সদস্য থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন।
advertisement
5/7
সেই তালিকাতেই এবার নবতম সংযোজন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ১৮ জানুয়ারি দুপুরে রংপুরের গংগাচড়া উপজেলায় একটি অনুষ্ঠানে এসে তিনি মন্তব্য করেন, 'সীমান্তে বাংলাদেশের একটি লাশ পড়লে ভারতের দুটি পড়বে।' এদিকে তাঁর আরও অভিযোগ, কাঁটাতারের বেড়া দিয়ে ভূমি দখল করার চেষ্টা করছে ভারত।
advertisement
6/7
নুরের অভিযোগ, এর আগে নাকি শেখ হাসিনা সরকার বিএসএফকে অনেক 'সুযোগ' দিয়েছিল। এই আবহে ইউনুস সরকারের কাছে তাঁর আবেদন, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের যাতে সামরিক ট্রেনিং দেওয়া হয়।
advertisement
7/7
তিনি বলেন, 'আমাদের স্পষ্ট বার্তা, আমরা বেঁচে থাকতে, এই দেশের ১৮ কোটি মানুষ এই দেশের ১ ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না। ভারতীয় কর্তৃপক্ষকে বলে দিতে চাই আপনারা শেখ হাসিনার সরকারের পতনের পর যে অশুভ খেলা শুরু করেছেন, সেটা বন্ধ করুন। অন্যথায় আপনাদের জন্য সেটা ভালো হবে না।'