India Bangladesh Relation: বদলের 'উত্তপ্ত' বাংলাদেশে ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত, বাংলাদেশিরা কি আর ভিসা পাবে?
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
India Bangladesh Relation: বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই আগুনে ঘি পড়ে। এবার বাংলাদেশিদের ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত।
advertisement
1/9

ফের বাংলাদেশের ভিসা পরিষেবা চালু হল ত্রিপুরায়। দুই মাস বন্ধ ছিল। বুধবার, ৫ ফেব্রুয়ারি থেকে ভিসা ও কনস্যুলার পরিষেবা ফের চালু হয়েছে। এমনটাই জানিয়েছে, আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন।
advertisement
2/9
হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে বলে অভিযোগ। তবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই আগুনে ঘি পড়ে। তাঁর মুক্তির দাবিতে সোচ্চার হন ভারতের আমজনতাও।
advertisement
3/9
গত ডিসেম্বর মাসে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঢুকে পড়েন একদল উন্মত্ত জনতা। চলে তুমুল বিক্ষোভ। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে কমিশন চত্বরে ঢুকে স্লোগান দিতে থাকেন তাঁরা। শুরু হয় ভাঙচুর। নামিয়ে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকা।
advertisement
4/9
ঘটনায় শোরগোল পড়ে যায়। এরপরই ‘নিরাপত্তার পরিস্থিতির’ কথা উল্লেখ করে ভিসা ও কনস্যুলার পরিষেবা বন্ধ করে দেয় বাংলাদেশ সহকারী হাইকমিশন। উল্লেখ্য, বিক্ষোভ-ভাঙচুরে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে কমিশন চত্বরে কর্তব্যরত ৩ পুলিশ কর্মীকে।
advertisement
5/9
এরপরই সমস্ত কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। পরদিন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে ঢাকার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। ঢাকায় ডেকে পাঠানো হয় আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদকেও। পরে অবশ্য তাঁকেই দায়িত্ব দিয়ে ফের আগরতলায় পাঠানো হয়েছে।
advertisement
6/9
ঘটনার পর আগরতলায় হাইকমিশন ভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বাংলাদেশ সহকারী হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মহম্মদ আল আমিন একটি বিবৃতিতে জানিয়েছেন, “৫ ফেব্রুয়ারি থেকে ভিসা ও কনস্যুলার পরিষেবা আবার চালু হবে।”
advertisement
7/9
ভিসা পরিষেবা চালুর ঘোষণার পরই বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে লম্বা লাইন পড়েছে। ভিড় জমিয়েছেন অনেকেই। আগামী দিনে ভিসা পেতে আর কোনও সমস্যা হবে না বলেই আশা করছেন তাঁরা।
advertisement
8/9
উল্লেখ্য, গত বছর ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলন ক্রমশ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ৫ অগাস্ট পতন হয় হাসিনা সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। এরপর মহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
advertisement
9/9
বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা হয়েছে। এমনকী আন্তর্জাতিক আদালতেও দায়ের হয়েছে মামলা। একাধিকবার শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবিও জানিয়েছে ইউনূস সরকার।